World

জার্মানির রাস্তায় ভারতীয় দম্পতিকে ছুরির কোপ, মৃত স্বামী

Published by
News Desk

জার্মানির মিউনিখ শহরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন ভারতীয় দম্পতি প্রশান্ত বাসারুর ও তাঁর স্ত্রী স্মিতা। স্বামী-স্ত্রী গল্প করতে করতে যাচ্ছিলেন। তখনই আচমকা তাঁদের ওপর ধারাল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এক ব্যক্তি। ছুরি দিয়ে কোপাতে শুরু করে সে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ২ জনে। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে প্রশান্তের মৃত্যু হয়। তবে তাঁর স্ত্রী বেঁচে গেছেন। তবে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

এই ঘটনার কথা জানিয়েছেন স্বয়ং বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি ট্যুইটারে এই ঘটনার কথা জানিয়ে বলেন, ভারত সরকার প্রশান্তের ভাইকে জার্মানি পাঠানোর সব রকম বন্দোবস্ত করছে। পুরো পরিবারের প্রতি তাঁর সমবেদনা রইল। ভারত থেকে একটি দলকেও মিউনিখ পাঠানো হয়েছে। প্রশান্ত ও স্মিতার সন্তানদের যত্ন নেওয়ার জন্য তাঁদের নির্দেশ দেন বিদেশমন্ত্রী।

মার্কিন মুলুকে বিভিন্ন সময়ে ভারতীয়রা বর্ণবিদ্বেষী উগ্র মনোভাবাপন্নদের রোষের মুখে পড়েন। এমনকি তাদের গুলি বা ধারাল অস্ত্রের কোপে ভারতীয়দের মৃত্যুও হয়েছে। কিন্তু জার্মানিতে এমন ঘটনা বড় একটা শোনা যায়না। কেন ওই ব্যক্তি এভাবে ভারতীয় দম্পতির ওপর ঝাঁপিয়ে পড়ল তা খতিয়ে দেখছে সে দেশের পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts