SciTech

মানুষের ভুলে ফোকলা হতে পারে হাঙর, নষ্ট হতে পারে ধারাল দাঁত, বলছে গবেষণা

হাঙর বললেই যেটা প্রথম মনে আসে সেটা হল তাদের ধারাল দাঁতের সারি। হাঙরের অন্যতম হাতিয়ার সেই দাঁতই এবার দুর্বল হতে পারে মানুষের কার্যকলাপে।

হাঙরের সঙ্গে মানুষের কোনও নিত্যদিনের সম্পর্ক নয়। হাঙর সমুদ্রের জলে নিজের মত থাকে। মানুষ স্থলে। মাঝেমধ্যে তাদের দেখা হয়। তবে হাঙর থেকে মানুষ দূরত্ব বজায় রাখতেই পছন্দ করে।

হাঙরের সবচেয়ে বড় হাতিয়ার হল তাদের দাঁত। যা অতি ধারাল। শিকার ধরার জন্য তাদের দাঁত বড় ভরসা। হাঙরের সেই বিখ্যাত ভয়ংকর ধারাল দাঁত আগামী দিনে নষ্ট হয়ে যেতে পারে।

প্রসঙ্গত সারাজীবন ধরেই হাঙরের দাঁত গজায়। সেগুলি ভয়ংকর ধারাল হয়। সেই ধার এবার কমতে পারে। দাঁতগুলি ভেঙেও যেতে পারে। দুর্বল হয়ে যেতে পারে।

দাঁত নষ্ট হয়ে হাঙর কি আগামী দিনে ফোকলাও হতে পারে? দুর্বল দাঁত নিয়ে কি তারা আগামী দিনে শিকার ধরতে হিমসিম খাবে? এমন প্রশ্ন তুলে দিল জার্মানির একদল গবেষকের গবেষণা।

জার্মানির এই গবেষকেরা দাবি করেছেন, মানুষ যেভাবে কয়লা, তেল এবং গ্যাস জ্বালানি হিসাবে ব্যবহার করছে, সমুদ্রের জলের ওপর তার প্রভাব পড়ছে। সমুদ্রের জলের অ্যাসিড ভাব বেড়ে যাচ্ছে।

সমুদ্রের জলে অ্যাসিডের মাত্রা বাড়লে তা হাঙরের ধারাল দাঁতগুলিকে নষ্ট করতে পারে। তাই সমুদ্রের জল যত অ্যাসিডিক হবে ততই হাঙররা তাদের দাঁতের গর্ব হারাবে। তাদের জীবনধারণের ভরসা হারাবে। শিকারের ক্ষমতা হারাবে। এই গবেষণা কিন্তু সমুদ্রের জীবজগত নিয়ে আগামী দিনে প্রশ্ন তুলে দিল।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *