World

এই বিখ্যাত শহরে গেলে সেলফি তোলার কথা না ভাবাই ভাল

বিশ্বের অধিকাংশ দেশ যখন সেলফির মোহে আচ্ছন্ন সেখানে এই পৃথিবীতেই এমনও এক বিখ্যাত শহর রয়েছে যেখানে একটি বিশেষ কারণে সেলফি ব্রাত্য।

বিশ্বে এমন কোনও জায়গা নেই যেখানে আইন করে সেলফি তোলা মানা। কিন্তু আইনের বাইরে সামাজিক বিধিনিষেধ, পছন্দ অপছন্দ থাকে। যা যে কোনও সমাজে বিশেষ গুরুত্ব পায়।

সেলফি নেওয়া নিয়ে কোনও দেশেই কড়া কোনও নিষেধাজ্ঞা নেই। তবে কিছু বিশেষ জায়গায় সেলফি তোলা নিষেধ হতে পারে। তবে এমন একটি শহর রয়েছে যেখানে মানুষ সেলফি তোলাকে ভাল চোখে নেন না।

কারণ এ দেশটিই এমন যেখানকার মানুষ গোপনীয়তা রক্ষা করতে পছন্দ করেন। নিজেদের ব্যক্তিগত জীবনকে খুব যত্নে আলাদা করে রাখেন। তাঁরা এমনও বিশ্বাস করেন যে সেলফি তুললে তা সমাজ মাধ্যমে জায়গা করে নেয়। আর সেটা হলে গোপনীয়তা লঙ্ঘিত হয়।

জার্মানি এমন এক দেশ যেখানকার মানুষ ব্যক্তিগত পরিসরে কোনও বাইরের হস্তক্ষেপ চান না। তাঁরা গোপনীয়তার বিষয়ে বিশেষ সচেতন থাকেন। এই ভাবনা থেকেই বার্লিন শহরে সেলফি বিষয়টি এড়িয়ে চলেন মানুষ।

স্থানীয়রা তো ননই, এমনকি বিদেশ থেকে যাঁরা সেখানে বেড়াতে আসেন বা অন্য কোনও কাজে আসেন, তাঁদেরও বিষয়টি জানিয়ে দেওয়া হয়। যাতে তাঁরা কোনও রেস্তোরাঁ বা পাবে বা কোনও দর্শনীয় স্থানে পৌঁছে সেলফি তোলা থেকে বিরত থাকেন।

জার্মানি এমন দেশ যার অধিবাসীদের কাছে নিজেদের গোপনীয়তা খুবই মূল্যবান। তাই নিজেদের জীবনযাত্রার কোন খুঁটিনাটি যাতে কখনওই প্রকাশ্য সমাজে চলে না আসে তাই নিয়ে দেশবাসী সদাসর্বদা সচেতন থাকেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *