SciTech

৩ লক্ষ বছর আগে বেড়াতে বেরিয়েছিল একটি পরিবার, পায়ের ছাপ দেখে নিশ্চিত বিজ্ঞানীরা

৩ লক্ষ বছর আগে প্রাগৈতিহাসিক সময়ের মানুষের পায়ের ছাপ অনেক কথা বলে গেল। এমনকি সে সময় যে পরিবার মিলে বেড়াতে বার হত সেটাও স্পষ্ট।

Published by
News Desk

পায়ের ছাপ অনেক কথা বলে গেল। এ পায়ের ছাপ অবশ্য কোনও হালফিলের পায়ের ছাপ নয়। তার বয়স ৩ লক্ষ বছর। তবে পায়ের ছাপগুলো স্পষ্ট। ছাপগুলো একাধিক। কারণ পায়ের ছাপগুলো পাশাপাশি পাওয়া যায়।

যেখানে ১টি ছিল অনেকটা বড় পায়ের ছাপ। বাকি ২টি পায়ের ছাপ আকারে ছোট। যেন পরিবারের কোনও বড় কারও সঙ্গে ২টি শিশু বেড়াতে বেরিয়েছিল। সেই বড় জন তাদের বাবা বা মাও হতে পারে।

তবে বিশেষজ্ঞরা নিশ্চিত যে এই পায়ের ছাপ পড়েছিল তখন যখন এরা ঘুরতে বার হয়েছিল। কোনও শিকারে নয়। তখন মানুষ বনে বাস করত। শিকার করে খেত। আদিম অবস্থা বলা যায়। সে সময় কয়েকজন মানুষ মিলে শিকারের জন্য বার হত। এ পায়ের ছাপ সেই শিকারে বার হওয়ার নয়।

জার্মানির সোনিজেন লেকের পাশে এই পায়ের ছাপ পেয়েছিলেন বিজ্ঞানীরা। যা অনেক কথা বলে গিয়েছিল। এই পায়ের ছাপ থেকে এটা স্পষ্ট হয় যে অধুনা জার্মানির ভূখণ্ডে ৩ লক্ষ বছর আগেও আদিম মানুষের বাস ছিল। যারা হোমো হাইডেলবার্গেনসিস দলে পড়ত।

অর্থাৎ এখনকার হোমো স্যাপিয়েন্স মানুষ নয়। অনেকটাই আদিম। এই পায়ের ছাপের জীবাশ্ম নিয়ে বিজ্ঞানীরা গবেষণায় এতটুকু ফাঁক রাখেননি।

জার্মানির ওই অংশে যে সে সময় আদিম মানুষের বাস ছিল, তা এই পায়ের ছাপ থেকে পরিস্কার। জার্মানিতে এর চেয়ে পুরনো আদিম মানুষের পায়ের ছাপ এখনও পাওয়া যায়নি।

Share
Published by
News Desk
Tags: Germany