রাস্তা থেকে উড়ে বাড়ির ছাদে আটকে গেল গাড়ি, গাড়ি পাড়তে লাগল মই
এও সম্ভব। একটা গাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ছাদের কাছের দেওয়াল ভেঙে ঢুকে গেল। পাড়তে মই বেয়ে চড়লেন উদ্ধারকারীরা।

সিনেমার পর্দায় হলে তাও হত। বাস্তবেও যে এটা সম্ভব তা এবার দেখা গেল। একটি গাড়ি রাস্তা দিয়ে ছুটে যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারান। ফলে গাড়িটি রাস্তার ধারে পার্ক করা একটি গাড়িতে গিয়ে প্রথমে ধাক্কা মারে।
তারপর বাঁক নিয়ে ঢুকে পড়ে পাশের একটি বাগানে। সেখানে এক বালক খেলা করছিল। তাকে ধাক্কা মারে গাড়িটি। সেখানেই শেষ নয়। গতিতে থাকা গাড়িটি এরপর আরও এগিয়ে একটি এবড়োখেবড়ো মাটির ওপর দিয়ে চলতে শুরু করে।
তারপর আচমকা উড়ে গিয়ে ঢুকে যায় কাছের একটি বাড়ির দোতলার ছাদ লাগোয়া দেওয়ালে। সেখানে গাড়িটি দেওয়াল ভেঙে অর্ধেক ঢুকে যায়। ভাঙাচোরা অবস্থায় অর্ধেক বাইরে ঝুলতে থাকে।
এই ঘটনায় প্রাথমিক হতভম্ব ভাব কাটিয়ে হইচই শুরু হয়ে যায়। পুলিশে খবর যায়। আসে দমকল। দমকলকর্মীরা গাড়িটি নিচে নামানোর জন্য মই বেয়ে ছাদের কাছে পৌঁছন। ছাদটি অবশ্য চেনা সমতল ছাদ নয়। বরং ত্রিকোণের মত। যেমন টালির চাল হয়।
ঘটনাটি ঘটেছে জার্মানির বোমতে শহরে। এই ঘটনায় বাগানে ধাক্কা খাওয়া বালক সহ ২ জন আহত হয়েছেন। অতি গতিতে থাকা গাড়িটি এভাবে এতটা উড়ে কীভাবে ১০ ফুট উচ্চতায় ছাদের কাছে পৌঁছে গেল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তবে ঘটনাটি আলোড়ন ফেলে দিয়েছে। জার্মানির একটি স্থানীয় দুর্ঘটনা পৃথিবীজুড়ে একটি খবরে পরিণত হয়েছে। কারণ একটাই। গাড়ি রাস্তা থেকে উড়ে ছাদে পৌঁছে যাওয়ার মত আশ্চর্য কাণ্ড।