World

৬৬ বছরে ফের মা হলেন এক মহিলা, কীভাবে সম্ভব জানালেন গোপন কথা

৬৬ বছর বয়স মানে বৃদ্ধা। সেই বয়সে যে দিব্যি মা হওয়া যায় সেটা দেখিয়ে দিলেন তিনি। কীভাবে এই বয়সেও সম্ভব, গোপন কথা জানালেন মহিলা।

Published by
News Desk

সালটা ১৯৭৭। সে বছর প্রথমবারের জন্য মা হয়েছিলেন তিনি। ২০২৫ সালে পৌঁছে তিনি জন্ম দিলেন ১০ সন্তানের। ৫০ বছর বয়স পার হওয়ার পর তিনি পরপর সন্তানের জন্ম দেন। ১০ সন্তানের জন্ম যখন হল তখন তাঁর বয়স ৬৬ বছর।

এই বয়সেও মা হওয়া যায়! সেটা তিনি ৫০ বছরের পর একের পর এক সন্তানের জন্ম দিয়ে প্রমাণ করে দিয়েছেন। জার্মানির বাসিন্দা ওই ৬৬ বছরের মহিলা মা হওয়ার পর সুস্থ আছেন। তাঁর সিজার হয়েছে। সদ্যোজাত পুত্র সন্তানও ভাল আছে।

আলেকজান্দ্রা নামে ওই মহিলা জানিয়েছেন, এই বয়সেও মা হওয়াটা তাঁর কোনও সমস্যা করছেনা। তাঁর এখনও মনে হয় তাঁর বয়স ৩৫ বছর। এতটাই সুস্থ বোধ করেন তিনি। কীভাবে এই বয়সেও মা হওয়া সম্ভব হল? আলেকজান্দ্রা তাঁর জীবনের কথা জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, অত্যন্ত স্বাস্থ্যকর খাওয়াদাওয়ার মধ্যে থাকতে পছন্দ করেন তিনি। প্রতিদিন ১ ঘণ্টা করে নিয়ম করে সাঁতার কাটেন। শরীরকে সুস্থ রাখতে ২ ঘণ্টা করে হাঁটেন। জীবনে তিনি কখনও কোনও গর্ভনিরোধক ওষুধ সেবন করেননি।

প্রকৃতির স্বাভাবিক নিয়মের ওপর ছেড়ে দিয়েছিলেন সবকিছু। সবচেয়ে বড় কথা তাঁর ১০ সন্তানের মধ্যে ৭ সন্তানই জন্ম নিয়েছে তাঁর ৫০ বছর বয়স পার করার পর।

তবে অনেক ক্ষেত্রেই সিজার করতে হয়েছে। আলেকজান্দ্রার ৬৬ বছরে দশম সন্তানের জন্ম দেওয়ার কথা বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমের হেডলাইন হতে সময় নেয়নি।

Share
Published by
News Desk
Tags: Germany