World

স্কুলের ছাদে এ কি ছবি, লজ্জায় মুখ ঢাকছেন অনেকে, দেখা যাচ্ছে আকাশ থেকেও

স্কুলের ছাদে একটি আপাত হাতে আঁকা ছবি নিয়ে হইচই পড়ে গেছে। যা মুছতে উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। কে করল এমন লজ্জার কাজ তা পরিস্কার নয়।

Published by
News Desk

একটি স্কুলের ছাদ। অনেক উপর থেকে সেই ছাদে নজর গেলে অনেকেই লজ্জায় লাল হয়ে যাচ্ছেন। মহিলারা অনেকেই চোখ সরিয়ে নিচ্ছেন। পুরুষরা বিরক্ত হচ্ছেন। কিন্তু তা দেখা যায় প্রায় আকাশ থেকেও।

ছবিটি সাদা রং বা চক দিয়ে আঁকা হয়েছে। যাঁরা রাস্তায় ছবি আঁকেন তাঁদের কেউ এঁকে থাকতে পারেন। স্কুলের কোন ছাত্র বা একদল ছাত্র এঁকে থাকতে পারে, স্কুলের অন্য কেউ এঁকে থাকতে পারেন এবং এমন নানা সম্ভাবনা মাথায় আসছে স্কুল কর্তৃপক্ষের।

কিন্তু এখনও কে এই কাজ করেছে তা পরিস্কার নয়। তবে ছবিটি আঁকা হয়েছে বিশাল করে। স্কুলের ছাদ জুড়ে। ৬৫ ফুটের সে ছবি এতটাই বিশাল যে তা আকাশ থেকেও নজর কাড়ছে। কিন্তু তা দেখা যাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ চরম অস্বস্তিতে পড়েছে।

ঘটনাটি ঘটেছে জার্মানির বার্লিনের ওয়ালডর্ফ স্কুল নামে একটি বিদ্যালয়ে। যার ছাদে কে বা কারা এক অতিকায় পুরুষের গোপনাঙ্গের ছবি এঁকে দিয়েছে।

ছাদটির যে অংশ লম্বাটে ঠিক সেই লম্বা অংশকে বেছে নেওয়া হয়েছে এই ছবিটি বিশাল ও লম্বা অংশ জুড়ে আঁকার জন্য। আপাতত ছবিটি মুছে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ।

মুছে দিলেও বিষয়টি চর্চায় এমনভাবে উঠে এসেছে, এমনভাবে বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়েছে যাতে প্রবল অস্বস্তির শিকার হতে হয়েছে জার্মানির ওই স্কুল কর্তৃপক্ষকে।

Share
Published by
News Desk
Tags: Germany

Recent Posts