World

৮ হাজার ২০০ ফুট উচ্চতায় আকাশে হেঁটে এক বেলুন থেকে অন্য বেলুনে ২ যুবক

এও যে সম্ভব তা করে দেখালেন তাঁরা। আকাশের বুকে ভেসে বেড়ানো ২টি বেলুনের একটি থেকে অন্যটিতে শূন্যে হেঁটে পৌঁছলেন ২ যুবক।

২টি বেলুন ভেসে বেড়াচ্ছে আকাশের বুকে। মাটি থেকে ৮ হাজার ২০০ ফুট উচ্চতায় ভেসে বেড়াচ্ছে তারা। এমন বেলুনে মানুষ ওড়েন বটে। তবে তাঁরা থাকেন অতিকায় বেলুনের তলায় একটি চৌকো বেড়া দেওয়া স্থানে।

এটা পর্যটনেরও অঙ্গ। কিন্তু কেউ কি আকাশের বুকে হেঁটে বেড়াতে পারেন। একটি বেলুন থেকে পাশে ওড়া অন্য বেলুনে হেঁটেই চলে যেতে পারেন! সকলেই উত্তর দেবেন পারেননা। কিন্তু ২ যুবক তা করে দেখালেন।

ওই উচ্চতায় শূন্যে টাল সামলে রাখা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু অকুতোভয় ২ যুবক নিজেদের মধ্যে বেলুন বদলালেন। তাও ৮ হাজার ২০০ ফুট উচ্চতায় হেঁটে। একটি দড়ির ওপর সে হাঁটা কেবল দেখে অনেকে শিউরে উঠতে পারেন।

তাঁরা সেই দড়ির ওপর হাঁটলেন। যে ছবি সামনে এসেছে তাতে অনেক নিচে পাহাড়ের মাথার সারি। এমনকি তাঁরা মেঘেরও উপরে ছিলেন। সেখানেই একটি বেলুন থেকে অন্য বেলুন দিব্যি হেঁটে পার করে ফেললেন তাঁরা।

পৃথিবীতে এর আগে কেউ এই উচ্চতায় এভাবে দড়ির ওপর হেঁটে বেলুন পরিবর্তনের সাহস দেখাতে পারেননি। ফলে তাঁরা ইতিহাস রচনা করে ফেললেন।

ওই ২ যুবকই জার্মানির বাসিন্দা। এর আগে ২০২১ সালে ৬ হাজার ২৩৬ ফুট উচ্চতায় এই কাজ করার রেকর্ড ছিল। তা তাঁরা ভেঙে দিলেন।

এই দড়ির ওপর দিয়ে একটি বেলুন থেকে অন্য বেলুনে পৌঁছতে তাঁদের অনেকটা সময় লাগে। কারণ ওখানে টাল সামলানো প্রায় অসম্ভব ছিল। ফলে শরীর ঝুঁকে যাচ্ছিল। সবসময়ই মনে হয়েছে এই বুঝি পড়ে গেল।

কিন্তু তারপরও তাঁরা টাল সামলাতে সক্ষম হয়েছেন। সবচেয়ে বড় সমস্যা হয়েছে ওই উচ্চতায় বেলুন ২টি পাশাপাশি সমানভাবে থাকছিল না। প্রায়ই উপরে নিচে হয়ে যাচ্ছিল।

সেই অবস্থাতেও নিজেদের টাল সামলে রাখা মুখের কথা ছিলনা। জার্মানির রাইডারিং এলাকার ওপর আকাশে এই অসীম সাহসী কেরামতি দেখালেন ২ জার্মান যুবক।

তুষার যুগের পর আচমকা জেগে উঠল সে, মাঝে পার হল ১২ হাজার বছর

সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…

November 26, 2025

৯৫ বছর বয়সে এখনও বাস চালান, বিস্ময় বৃদ্ধের নামে দিবস ঘোষণা করল শহর প্রশাসন

যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…

November 25, 2025

টানা ১০৬ কিলোমিটার হেঁটে রোবট জানাল ১ জোড়া নতুন জুতো দরকার

মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…

November 25, 2025

৭০ বছর পর বাংলায় দেখা মিলল অতি বিরল প্রজাতির হরিণের, যার নাভিতে থাকে ভুবনভোলা গন্ধ

অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…

November 25, 2025

ঘুমন্ত রাজ্য বলে পরিচিত দেশের এই রাজ্য, পিছনে রয়েছে বিশেষ কারণ

এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…

November 25, 2025

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 25, 2025