World

৮ হাজার ২০০ ফুট উচ্চতায় আকাশে হেঁটে এক বেলুন থেকে অন্য বেলুনে ২ যুবক

এও যে সম্ভব তা করে দেখালেন তাঁরা। আকাশের বুকে ভেসে বেড়ানো ২টি বেলুনের একটি থেকে অন্যটিতে শূন্যে হেঁটে পৌঁছলেন ২ যুবক।

Published by
News Desk

২টি বেলুন ভেসে বেড়াচ্ছে আকাশের বুকে। মাটি থেকে ৮ হাজার ২০০ ফুট উচ্চতায় ভেসে বেড়াচ্ছে তারা। এমন বেলুনে মানুষ ওড়েন বটে। তবে তাঁরা থাকেন অতিকায় বেলুনের তলায় একটি চৌকো বেড়া দেওয়া স্থানে।

এটা পর্যটনেরও অঙ্গ। কিন্তু কেউ কি আকাশের বুকে হেঁটে বেড়াতে পারেন। একটি বেলুন থেকে পাশে ওড়া অন্য বেলুনে হেঁটেই চলে যেতে পারেন! সকলেই উত্তর দেবেন পারেননা। কিন্তু ২ যুবক তা করে দেখালেন।

ওই উচ্চতায় শূন্যে টাল সামলে রাখা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু অকুতোভয় ২ যুবক নিজেদের মধ্যে বেলুন বদলালেন। তাও ৮ হাজার ২০০ ফুট উচ্চতায় হেঁটে। একটি দড়ির ওপর সে হাঁটা কেবল দেখে অনেকে শিউরে উঠতে পারেন।

তাঁরা সেই দড়ির ওপর হাঁটলেন। যে ছবি সামনে এসেছে তাতে অনেক নিচে পাহাড়ের মাথার সারি। এমনকি তাঁরা মেঘেরও উপরে ছিলেন। সেখানেই একটি বেলুন থেকে অন্য বেলুন দিব্যি হেঁটে পার করে ফেললেন তাঁরা।

পৃথিবীতে এর আগে কেউ এই উচ্চতায় এভাবে দড়ির ওপর হেঁটে বেলুন পরিবর্তনের সাহস দেখাতে পারেননি। ফলে তাঁরা ইতিহাস রচনা করে ফেললেন।

ওই ২ যুবকই জার্মানির বাসিন্দা। এর আগে ২০২১ সালে ৬ হাজার ২৩৬ ফুট উচ্চতায় এই কাজ করার রেকর্ড ছিল। তা তাঁরা ভেঙে দিলেন।

এই দড়ির ওপর দিয়ে একটি বেলুন থেকে অন্য বেলুনে পৌঁছতে তাঁদের অনেকটা সময় লাগে। কারণ ওখানে টাল সামলানো প্রায় অসম্ভব ছিল। ফলে শরীর ঝুঁকে যাচ্ছিল। সবসময়ই মনে হয়েছে এই বুঝি পড়ে গেল।

কিন্তু তারপরও তাঁরা টাল সামলাতে সক্ষম হয়েছেন। সবচেয়ে বড় সমস্যা হয়েছে ওই উচ্চতায় বেলুন ২টি পাশাপাশি সমানভাবে থাকছিল না। প্রায়ই উপরে নিচে হয়ে যাচ্ছিল।

সেই অবস্থাতেও নিজেদের টাল সামলে রাখা মুখের কথা ছিলনা। জার্মানির রাইডারিং এলাকার ওপর আকাশে এই অসীম সাহসী কেরামতি দেখালেন ২ জার্মান যুবক।

Share
Published by
News Desk
Tags: Germany

Recent Posts