World

এ দেশে মাঝ রাস্তায় গাড়ির তেল ফুরিয়ে গেলে বিপদ, হবে বিপুল অঙ্কের জরিমানা

এ দেশে রাস্তায় গাড়ি ছুটে চলার সময় যদি গাড়ির তেল ফুরিয়ে যায় তাহলে কিন্তু বিপুল অঙ্কের জরিমানা গুনতে হয়।

Published by
News Desk

গাড়ি সব দেশেই চলছে। ছুটে চলেছে গন্তব্যে। অনেক দেশে এমন হাইওয়ে রয়েছে যেখানে গাড়ি ছোটে হাওয়ার গতিতে। অনেক হাইওয়েতেই গাড়ির জন্য বেঁধে দেওয়া গতি রাস্তার ধারে লেখা থাকে। তার চেয়ে বেশি গতিতে গাড়ি চালালে জরিমানা।

তবে পৃথিবীতে এমনও একটি দেশ রয়েছে যেখানে হাইওয়েতে রয়েছে গাড়ি চালকদের জন্য বিশেষ ছাড়। সেখানে গাড়ির কোনও গতি বাঁধা নেই। গাড়ি তার সর্বোচ্চ গতিতেও ছুটতে পারে এ রাস্তা ধরে। ওইরকম প্রবল গতিতে গাড়ি চালালেও সেখানে তা অপরাধ নয়।

কিন্তু গাড়ি দাঁড়িয়ে পড়লে অপরাধ। এ রাস্তায় গাড়ি দাঁড় করাতে পারবেননা কেউ। কেবল নির্দিষ্ট করে দেওয়া জায়গা বাদ দিয়ে গাড়ি দাঁড়ালেই তৎক্ষণাৎ মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। আবার কারও অজান্তে যদি গাড়ির তেল ফুরিয়ে যায় তাহলেও বিপদ।

জার্মানির অটোবান বলে হাইওয়েগুলিতে রয়েছে এই তাজ্জব করা নিয়ম। যেখানে গাড়ি চালানোর জন্য গতি বাঁধা নেই। গাড়ি থামালে জরিমানা। আচমকা গাড়ির তেল ফুরিয়ে গেলেও জরিমানা।

আবার এই হাইওয়ে ধরে কারও হাঁটার অনুমতি নেই। এখানে কাউকে পায়ে হেঁটে যেতে দেখলে তাঁকেও শাস্তির মুখে পড়তে হবে। এটাই জার্মানির অটোবান হাইওয়েগুলিকে পৃথিবীর অন্য যে কোনও রাস্তা থেকে আলাদা করেছে।

এই রাস্তার সুবিধা হল এখানে গতি বাঁধা না থাকায় গাড়িতে যতদূর পর্যন্ত গতি ওঠার সুবিধা রয়েছে, সেই গতিতেই নিশ্চিন্তে চালাতে পারেন চালকরা। অ্যাডভেঞ্চার প্রিয়দের কাছেও এই রাস্তায় গাড়ি চালানো একটা আলাদাই সুখানুভূতি।

Share
Published by
News Desk
Tags: Germany

Recent Posts