SciTech

হরিণের দাঁতের নেকলেস দিল ২০ হাজার বছর আগের এক মহিলার খোঁজ

এ বিজ্ঞানের এক চমৎকার ছাড়া আর কিছু নয়। এক মহিলাকে খুঁজে পাওয়া গেলনা। আবার সেই মহিলাকেই খুঁজে পাওয়া গেল তাঁর নেকলেসে।

Published by
News Desk

একটা নেকলেস। হরিণের দাঁতের তৈরি নেকলেস। সেই নেকলেস এক মহিলার খোঁজ দিল। ২০ হাজার বছর আগে যে মহিলা জীবিত ছিলেন। এখন তাঁর দেহের সামান্য অংশের অস্তিত্ব নেই। কিন্তু নেকলেসটা আছে। আর সেই নেকলেস ওই মহিলার সব কিছু বলে দিল।

অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। রাশিয়ার ডেনিসোভা গুহা থেকে ওই নেকলেস উদ্ধার হয়। তারপর তা থেকে বিজ্ঞানীরা অনেক তথ্য উদ্ধার করে ফেলেন।

ওই নেকলেস থেকে নমুনা সংগ্রহ করে ওই মহিলার ডিএনএ পর্যন্ত খুঁজে ফেলেছেন বিজ্ঞানীরা। কীভাবে এই অসাধ্য সাধন হল? বিজ্ঞানীরা ওই নেকলেসের থেকে নমুনা হিসাবেই বা কি পেলেন?

২০ হাজার বছর আগে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের বাসিন্দা ওই মহিলা হরিণের দাঁতের নেকলেসটি পরতেন। সেই নেকলেসে তাঁর শরীরের ঘাম লেগে গিয়েছিল। লেগে গিয়েছিল তাঁর চামড়ার কোষ।

হরিণের দাঁতের নেকলেস থেকে সেই চামড়ার কোষ আর ঘামের নমুনা সংগ্রহ করে ফেলেন বিজ্ঞানীরা। তার থেকেই ওই মহিলার ডিএনএ পর্যন্ত পেয়ে যান তাঁরা।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্রাচীন আমলে যে হাড় বা দাঁত থেকে তৈরি গয়না বা উপকরণ মানুষ ব্যবহার করতেন তা থেকে জেনেটিক নমুনা সহজেই পাওয়া যেতে পারে। যা সেই সময়ে ওই মানুষটির সম্বন্ধে অনেক তথ্য দিতে পারে।

হতে পারে ওই মানুষটির কোনও অংশের অস্তিত্ব আর নেই, কিন্তু তাঁর সম্বন্ধে অনেক কিছু বলে দেবে এমন নমুনা। যা এই ২০ হাজার বছরের মহিলার ক্ষেত্রে করে দেখালেন বিজ্ঞানীরা।

Share
Published by
News Desk
Tags: Germany

Recent Posts