World

খাবারের দোকানে ভুল করে ৬ লক্ষ টাকা টিপস দিয়ে বসলেন এক মহিলা

খাবারের দোকানে গিয়ে খাবার কেনার পর অনেকে যিনি সার্ভ করলেন তাঁকে টিপস দিয়ে থাকেন। এক মহিলা সেখানেই ৬ লক্ষ টাকা দিয়ে বসলেন।

Published by
News Desk

খাবারের দোকানে গিয়ে টিপস দেওয়াটা নতুন কিছু নয়। টেবিলে বসে খাওয়ার পর যিনি সার্ভ করলেন বা বিল এনে দিলেন তাঁকে কিছু অর্থ টিপস হিসাবে দেওয়ার রেওয়াজ সর্বত্রই রয়েছে। এমনকি অনেকে যাঁরা অর্ডার দিয়ে খাবার বাড়ি নিয়ে যান, তাঁরাও যিনি ওই খাবারের প্যাকেট তাঁর হাতে তুলে দিলেন তাঁকে টিপস দেন।

এখন অনেকে দোকানেই অনলাইনেই টিপস দিয়ে আসেন। এক মহিলা একটি স্যান্ডউইচের দোকানে গিয়েছিলেন খাবার কিনতে। সেখানে তিনি খাবার কেনার পর পেমেন্ট করেন।

খাবারের দাম মেটানোর পর তিনি ভুল বশত টিপস হিসাবে ক্রেডিট কার্ড থেকে অর্থ প্রদান করে বসেন। যা তিনি নিজেও বুঝতে পারেননি। কিন্তু সেই টাকা কেটে যায়।

পরে যখন ক্রেডিট কার্ডের বিল আসে তখন ওই মহিলা দেখেন তিনি নাকি ওই স্যান্ডউইচের দোকানে ৭ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় ৬ লক্ষ টাকা টিপস হিসাবে প্রদান করেছেন।

তাঁর তো মাথায় হাত পড়ে। তিনি ব্যাঙ্কে হাজির হন কিন্তু ব্যাঙ্ক তাঁকে কোনও সাহায্য করতে পারেনি। তখন তিনি হাজির হন সেই স্যান্ডউইচের দোকানে। কিন্তু সেখানেও তিনি কোনও সাহায্য পাননি। বরং দোকান জানায় তাদের কিছু করার নেই। ব্যাঙ্কই যা করার করবে।

ঘটনাটি ঘটেছে আমেরিকার জর্জিয়ায়। ওই মহিলা ব্যাঙ্ক অফ আমেরিকার ক্রেডিট কার্ড ব্যবহার করেছিলেন। এভাবে ৭ হাজার ডলার খুইয়ে কার্যত ভেঙে পড়েন ওই মহিলা। এ খবর বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

Share
Published by
News Desk

Recent Posts