World

ছেলেটা না বললে মহিলা জানতেও পারতেন না তাঁর গাড়ি বারান্দায় কে বসবাস করছে

তাঁর বাড়ির গাড়ি বারান্দায় যে কেউ বসবাস করছে তার খবরই ছিলনা মহিলার কাছে। তাঁকে খবরটা দিল তাঁর পাশের বাড়ির এক কিশোর।

Published by
News Desk

পাশাপাশি বাড়ি। এক মহিলা তাঁর বাড়িতে দিব্যি দিন কাটাচ্ছিলেন। কিন্তু তাঁর জানা ছিলনা তিনি একা বাড়িতে নেই। তাঁর সঙ্গে আরও একজন ওই বাড়িতেই দিন কাটাচ্ছে। মহিলার গাড়ি বারান্দায় সে ঘাঁটি গেড়েছে। আর সেখানেই সে দিব্যি থাকছে। যা মহিলার জানা ছিলনা।

তিনি কবে যে বাড়িতে আরও একজনের অস্তিত্বের কথা জানতে পারতেন জানা নেই। যদি না তাঁর প্রতিবেশি এক কিশোর তাঁকে তাঁর বারান্দায় বসবাসকারী সম্বন্ধে সতর্ক করত।

ওই মহিলাকে কিশোর জানায় মহিলার গাড়ি বারান্দায় এক গোসাপ বসবাস শুরু করেছে। সেখানেই সে সারাদিন থাকছে। ৩ ফুটের সেই গোসাপের অস্তিত্বই জানা ছিলনা ওই মহিলার।

তিনি জানতে পেরেই আতঙ্কিত হয়ে বন দফতরে খবর দেন। তারা এসে গোসাপটিকে ওই মহিলার গাড়ি বারান্দার তলা থেকে উদ্ধার করে। হাঁফ ছেড়ে বাঁচেন মহিলা।

ঘটনাটি ঘটেছে জর্জিয়ার অ্যাথেন্সে। এই গোসাপটি তেগু প্রজাতির। এদের বড় একটা দেখা যায়না। পোষও মানতে চায়না এই গোসাপ। তবে জর্জিয়া সরকার এবার আইন আনছে কেউ এই তেগু গোসাপ পুষলে তার জন্য আলাদা করে রেজিস্ট্রেশন নিতে হবে।

তেগু গোসাপ, ফাইল ছবি

এই প্রজাতির গোসাপটি ওই মহিলার গাড়ি বারান্দায় এসে বসবাস শুরু করেছিল কেন তা অবশ্য পরিস্কার নয়। সেটিকে কেউ পুষেছিলেন কিনা তাও জানা যায়নি।

তবে সেটি যে তাঁর বাড়িতে রয়েছে এটা জানার পর ওই মহিলা এটা ভেবে আঁতকে উঠছেন যে অজান্তেই তিনি কয়েকদিন ওই তেগু গোসাপের সঙ্গে এক বাড়িতে থেকে ফেললেন।

Share
Published by
News Desk

Recent Posts