কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে উল্কাপাত, প্রতীকী ছবি
এ অগ্নিগোলক একেবারেই অচেনা। এমন মনে করার কোনও কারণ নেই যে কেউ ওটা ছুঁড়ে দিয়েছে। এমনটা একেবারেই ঘটেনি। ওটা যে মানুষের কাজ নয় তা পরিস্কার। তাহলে কি? যেটা এক গৃহস্থের বাড়ির ছাদের ওপর আছড়ে পড়ে, ছাদ ফুটো করে ঢুকে আসে ঘরে। আছড়ে পড়ে মেঝেতে।
মেঝেতেও খানিক ফুটো হয়ে যায়। তারপর সেখানেই আটকে যায় ওই অগ্নিগোলক। যার চেহারা যে কোনও সাধারণ মানুষের কাছে একেবারেই অচেনা। একটি বিস্ফোরণের মত শব্দও হয়। তবে ওই আগুনের বলটি কারও কোনও ক্ষতি করেনি।
ঘটনাটি ঘটার পর দ্রুত স্থানীয় প্রশাসনে খবর যায়। তারা ছুটে আসে ওই বাড়িতে। তারপর পরীক্ষা করা হয় বস্তুটি। যা আকাশ থেকে এক অতি ভয়ংকর গতিতে নেমে আসে নিচে।
খবর আসতে থাকে আকাশ থেকে সেটি যখন নিচের দিকে নেমে আসছিল তখন তা বহু দূর দূর থেকে দেখা গিয়েছে। অনেকে তার ছবিও তুলেছেন।
অন্য শহরের মানুষও সেটি দেখতে পান। রাস্তা দিয়ে গাড়িতে যাওয়া অনেকের নজর কাড়ে সেই অগ্নিগোলক। যার ছবিও তোলেন তাঁরা। সব পরীক্ষার পর জানা যায় সেটি আসলে একটি উল্কাপিণ্ড। খুব ছোট নয়।
যা আছড়ে পড়ার পর একটা বিস্ফোরণের মত শব্দ হয়। আমেরিকার জর্জিয়ার এক বাড়িতে সেটি আছড়ে পড়ে। যা নেমে আসার সময় দেখা গিয়েছে ক্যারোলিনাস সহ অন্য শহর থেকে।