World

প্রয়াত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ

Published by
News Desk

৯৪ বছর বয়সে চলে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪১ তম প্রেসিডেন্ট জর্জ হারবার্ট ওয়াকার বুশ। তাঁর ছেলে তথা মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৩ তম প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশ একথা জানিয়েছেন। সারা বিশ্ব জুড়েই প্রবল ডামাডোলের সময়টাতেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে কাটিয়েছেন। ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত জর্জ এইচ ডব্লিউ বুশ ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ঠান্ডা যুদ্ধের সমাপ্তি, রাশিয়া ভেঙে যাওয়া, পূর্ব ইউরোপ জুড়ে সমাজতন্ত্রের পতন, ২ জার্মানির ফের জুড়ে যাওয়ার মত একের পর এক বিশ্ব রাজনীতির তোলপাড় করা ঘটনা ঘটে গিয়েছিল এই সময়েই। আর সেই অবস্থায় আমেরিকাকে নিজের জায়গায় ধরে রাখা এবং নতুন তৈরি হওয়া একমেরুপ্রবণ বিশ্বে মার্কিন দাপট অক্ষুণ্ণ রাখার গুরুভার সামলেছেন তিনি।

মাত্র ৮ মাস হল স্ত্রী বিয়োগ হয়েছিল তাঁর। এবার চলে গেলেন তিনিও। জর্জ এইচ ডব্লিউ বুশের মৃত্যুর খবরে মার্কিন মুলুক জুড়ে শোকের ছায়া নেমে আসে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts