Sports

একঘরে মেঝেতে শুতেন ধোনি-গম্ভীর, অজানা কথা শেয়ার করলেন গৌতম

মহেন্দ্র সিং ধোনির সঙ্গে এক ঘরে থাকতে হয়েছিল গৌতম গম্ভীরকে। প্রায় একমাস। তখন একঘরে থাকার সময়ের ২টি বিষয় ফাঁস করলেন গম্ভীর।

Published by
News Desk

নয়াদিল্লি : মহেন্দ্র সিং ধোনি এবং গৌতম গম্ভীর, ভারতীয় ক্রিকেটের ২ মহারথী। ধোনি তো এখন কিংবদন্তীর জায়গায় পৌঁছে গেছেন। কিন্তু এঁরা যখন তরুণ ক্রিকেটার, তখন তাঁদের একবার একটি ঘর শেয়ার করে থাকতে হয়েছিল। ১ মাস ধোনি ও গম্ভীর এক ঘরে ছিলেন। খুব স্বাভাবিকভাবেই এই পর্যায়ের ২ ক্রিকেটার ক্রিকেটের অনেক খুঁটিনাটি নিয়ে আলোচনা করেছিলেন সেখানে। সেটা সকলের মনে হলেও সেটা সত্যি নয়। কী নিয়ে তাঁদের আলোচনা হত সেটাই এবার এতকাল পরে ফাঁস করে দিলেন বর্তমানে বিজেপি সাংসদ গম্ভীর।

ফাইল : ব্যর্থ গেল ধোনির অসামান্য লড়াই, ছবি – আইএএনএস

গম্ভীর জানিয়েছেন, তাঁদের যে ঘরটা দেওয়া হয়েছিল তা অত্যন্ত ছোট ছিল। তারমধ্যে ছিল একটা খাট। খাট ঢুকে ঘরটায় আর সামান্যই জায়গা বেঁচেছিল। তাই তাঁরা ঘরটাকে কীভাবে আর একটু বড় করা যায় তা নিয়ে ভাবনা চিন্তা করতেন। অবশেষে তাঁরা খাটটা বার করে দেন বাইরে। আর মেঝেতে শুতেন। মেঝেতে ম্যাটট্রেস পেতে শুয়ে পড়তেন ২ জনে।

গম্ভীর আরও একটি বিষয় নিয়ে আলোচনা হত বলে জানিয়েছেন। না ক্রিকেট নয়, বরং ধোনির চুল ছিল তাঁদের অন্যতম আলোচ্য বিষয়। ধোনির তখন লম্বা লম্বা চুল। সেই চুল কীভাবে তিনি ঠিকঠাক করে রাখতেন? কীভাবে যত্ন নিতেন? সেসব ছিল তাঁদের দীর্ঘ আলোচনার বিষয়বস্তু। প্রসঙ্গত ধোনি ২০০৪ সালে ভারতীয় দলের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ডেবিউ করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts