Sports

গৌতম গম্ভীরকেও ছাড়ল না চোরেরা

গৌতম গম্ভীর নামটা ভারতে সুপরিচিত। একাধারে তিনি সফল ক্রিকেটার। এখন আবার বিজেপি সাংসদ। তাঁকেও ছাড়ল না চোরেরা।

Published by
News Desk

নয়াদিল্লি : গৌতম গম্ভীর বিরক্ত। কিছুটা অবাকও। তাঁর বাড়িতে এমন ঘটনা ঘটতে পারে! চোরদের সাহস তো কম নয়! কিন্তু সেটাই হল। দিল্লিতে রাজিন্দর নগরে গৌতম গম্ভীরদের বাড়ি। গত শুক্রবার বাড়ির সামনে বিকেলে নিজের গাড়ি পার্ক করেন গৌতমের বাবা দীপক গম্ভীর। প্রতিদিন যেখানে গাড়ি রাখেন সেখানেই পার্ক করেন। তারপর বাড়ি ঢুকে পড়েন।

পরদিন সকালে বাড়ির সকলে অবাক হয়ে যান। বাড়ির সামনে গাড়ি নেই। একটা আস্ত এসইউভি উধাও! দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। সাংসদের বাড়ির সামনে থেকে তাঁরই বাবার গাড়ি নিয়ে পালিয়ে গেল চোরেরা! পুলিশ দ্রুত হাজির হয়। শুরু হয় খোঁজ। বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখতে নিয়ে যায় পুলিশ।

সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ চোরদের নাগাল পাওয়ার চেষ্টা করছে। তবে এখনও গাড়ির হদিশ মেলেনি। এদিকে গৌতম গম্ভীরের মত একজন সফল ক্রিকেটার তথা সাংসদের বাড়ির সামনে থেকে যদি গাড়ি চুরি যেতে পারে তাহলে বাকি দিল্লিবাসীর কী ভরসা! ফলে দিল্লি জুড়েই নগরবাসী এই ঘটনায় হতবাক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts