National

বিজেপিতে যোগ দিলেন গৌতম গম্ভীর

Published by
News Desk

বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। আনুষ্ঠানিকভাবে তাঁকে দলে স্বাগত জানান অর্থমন্ত্রী অরুণ জেটলি ও আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। গৌতম গম্ভীরকে দলের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন তাঁরা। সাংবাদিক বৈঠক করেই গৌতম গম্ভীরকে দলে স্বাগত জানায় বিজেপি।

অর্থমন্ত্রী অরুণ জেটলির হাত থেকে পুষ্পস্তবক নিয়ে বিজেপিতে যোগদান গৌতম গম্ভীরের, ছবি – আইএএনএস

ভোটের আগেই গৌতম গম্ভীরের বিজেপিতে যোগদান রীতিমত রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে। তবে কী বিজেপির হয়ে কোনও কেন্দ্র থেকে লড়তে চলেছেন গৌতম? দিল্লিরই কোনও কেন্দ্র কী তবে তাঁর জন্য বরাদ্দ করতে চলেছে বিজেপি? প্রশ্ন বিজেপির অন্দরমহলেই ঘুরে বেড়াচ্ছে। বিজেপি এখনও তাদের পুরো তালিকা প্রকাশ করেনি। তাই এখনও গৌতম গম্ভীরের কোনও কেন্দ্রে দাঁড়ানো আশ্চর্যের নয়।

আগেও ক্রিকেটারদের রাজনীতির ময়দানে দেখা গেছে। বাংলায় লক্ষ্মীরতন শুক্লা থেকে প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। ক্রিকেটার হয়ে ভোটের ময়দানে আরও অনেকে নেমেছেন। জিতেওছেন। ফলে রাজনীতিতে ক্রিকেটার বা সিনেমা জগতের মানুষদের আত্মপ্রকাশ ভাতরবাসীর কাছে নতুন নয়। সেই তালিকায় নবতম সংযোজন গৌতম গম্ভীর।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts