Kolkata

সাংবাদিক গৌরী লঙ্কেশকে হত্যার প্রতিবাদে মোমবাতি হাতে রাজপথে মুখ্যমন্ত্রী

Published by
News Desk

সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যার ঘটনায় গোটা দেশের সাংবাদিক মহল উত্তাল। বাদ যায়নি কলকাতাও। কলকাতা প্রেস ক্লাব থেকে এদিন একটি মোমবাতি মিছিল বার হয়। মিছিলে পা মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অনেকটা পথ মোমবাতি হাতে হাঁটেন তিনি। ছিলেন কলকাতার বহু সাংবাদিক। মিছিলে পা মেলান সাধারণ মানুষও।

সাংবাদিক গৌরী লঙ্কেশের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে ইতিমধ্যেই সরব দেশের সব কোণার সাংবাদিকরা। প্রসঙ্গত গত মঙ্গলবার নিজের বাড়ির সামনে আততায়ীদের গুলিতে মৃত্যু হয় বিশিষ্ট সাংবাদিক গৌরী লঙ্কেশের। দেশে চলা তথাকথিত হিন্দুত্ববাদী কার্যকলাপের বিরোধী হিসাবে পরিচিত গৌরী লঙ্কেশের হত্যার ঘটনায় ইতিমধ্যেই বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts