Entertainment

পোশাক বিতর্কে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড গৌরী খান!

Published by
News Desk

একেই বলে খ্যাতির বিড়ম্বনা। ২ নভেম্বর ছিল বলিউড বাদশা শাহরুখ খানের ৫২ তম জন্মদিন। স্বামীর জন্মদিনের পার্টির প্রধান আয়োজক ছিলেন স্ত্রী গৌরী খান। আলিবাগের সেই জমকালো পার্টিতে সদ্য ডিজাইনার হিসেবে পরিচিতি পাওয়া গৌরী পরেছিলেন সাদা রঙের একটি পোশাক।

সোশ্যাল মিডিয়ায় সেদিনের কিছু ছবি শেয়ার করেন গৌরী। তার মধ্যে ২টি ছবিতে বন্ধুদের সঙ্গে খোশমেজাজে ক্যামেরার সামনে পোজ দেন তিনি। স্বচ্ছ পোশাকের ভিতর দিয়ে স্পষ্ট তাঁর গোলাপি বিকিনি। এই ছবি নিয়েই ওঠে সমালোচনার ঝড়। ফলোয়াররা গৌরীর এই বয়সে এইধরনের পোশাক পরা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলে তাঁরা জানান, একজন বিরাট তারকার স্ত্রী হওয়ার নিরিখে গৌরীকে তাঁরা সম্মান করেন। তাছাড়া, ৩ সন্তানের মা গৌরী। তাই একজন বিখ্যাত ব্যক্তিত্ব ও মা হওয়ার সুবাদে পোশাক নির্বাচনের সময় তাঁর সতর্ক থাকা উচিত ছিল বলে মনে করেছেন সমালোচকরা।

নানা সময়ে নিজেদের বিভিন্ন মুহুর্তের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন সেলেব্রিটিরা। কখনও কখনও সেইসব ছবি ভক্তদের প্রশংসার বন্যায় ভেসে যায়। আবার কখনও তা নিয়ে চূড়ান্ত অস্বস্তির মুখে পড়তে হয় সেলেবদের। গৌরী খান অবশ্য সমালোচনার কোনও উত্তর এখনও দেননি। তাহলে কী এসব সমালোচনাকে গুরুত্ব না দেওয়ার পথেই হাঁটতে চান তিনি? আপাতত ইঙ্গিত সেদিকেই।

Share
Published by
News Desk