State

গঙ্গাসাগরে পুণ্যস্নান, জল, স্থল, আকাশপথে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

Published by
News Desk

জমে উঠেছে গঙ্গাসাগর মেলা। রবিবার ভোর রাত থেকেই শুরু হবে পুণ্য স্নান। তাই শনিবার থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী সাগরে উপস্থিত হয়েছেন। রাজ্য সরকারের উদ্যোগে প্রস্তুতিও সম্পূর্ণ। অন্যান্য বছরের মতই এবারও সাগরে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার সুরক্ষা বন্দোবস্তের ব্যবস্থা করেছে প্রশাসন। জল, স্থল, আকাশ, ৩ জায়গা থেকেই নজরদারির ব্যবস্থা পাকা করা হয়েছে। সাগর মেলাকে সামনে রেখে ৫০০টি সিসিটিভি বসানো হয়েছে। এছাড়া আকাশ পথে নজরদারিতে থাকছে ৮টি ড্রোন। থাকছে মনিটরিং রুম। যেখানে কোণা কোণা নজরে রাখবেন পুলিশ আধিকারিকরা।

গঙ্গাসাগর মানেই লক্ষ লক্ষ মানুষের সমাগম। এক জায়গায় এত মানুষের সমাগমকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে থাকছে ৫ হাজার পুলিশ। এছাড়া থাকছে ৩ হাজার সিভিক ভলান্টিয়ার। গোটা মেলা চত্বরের সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকবে তাঁদের হাতে। থাকছেন পুলিশের বড় কর্তারা। জলপথেও থাকছে নজরদারি। বেশ কয়েক বছর ধরেই হোভারক্রাফ্টের মাধ্যমে জলের দিকের সুরক্ষা সুনিশ্চিত করা হয়। এছাড়া ভারতীয় সেনার তরফেও উপকূলরক্ষী বাহিনীর জাহাজ থাকবে বলে গত মাসেই সেনার তরফে জানানো হয়েছিল। সব মিলিয়ে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা সাগরদ্বীপ।

Share
Published by
News Desk