National

গঙ্গায় নোংরা ফেললে ৫০ হাজার টাকা জরিমানা

Published by
News Desk

হরিদ্বার থেকে উন্নাও। গঙ্গার ৫০০ মিটারের মধ্যে কোনও জঞ্জাল ফেলা যাবে না। জঞ্জাল ফেললে গুনতে হবে জরিমানা। নেহাত কম নয়! ৫০ হাজার টাকা! বৃহস্পতিবার একথা জানিয়ে দিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। এদিন ট্রাইব্যুনাল আরও জানায়, গঙ্গা সাফাই অভিযানে এখনও পর্যন্ত ৭ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগামী দিনে গঙ্গাকে স্বচ্ছ করার জন্য আর কোনও অর্থ বরাদ্দ করতে না করেছে ট্রাইব্যুনাল।

এদিকে এই ৭ হাজার কোটি টাকা নিয়েও প্রশ্ন আছে। পরিবেশবিদরা এনিয়ে প্রশ্ন তুলে ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন। এমসি মেহতা নামে এক পরিবেশ আন্দোলনকারী ট্রাইব্যুনালের কাছে এই ৭ হাজার কোটি টাকা খরচ নিয়ে সিবিআই তদন্তের দাবি করে আবেদন জানিয়েছেন।

Share
Published by
News Desk