National

সবুজ হয়ে গেল গঙ্গার জল

সবুজ হয়ে গেল গঙ্গার জল। যা দেখে একাধারে হতবাক ও চিন্তিত মানুষজন। গঙ্গার এমন চেহারা দেখে অনেকেই ভয়ে জলেও নামছেন না।

Published by
News Desk

গঙ্গাকে এতটা সবুজ হয়ে যেতে আগে কখনও দেখেননি তাঁরা। রীতিমত বয়স্ক মানুষজন সেটাই দাবি করছেন। এদিকে বারাণসী জুড়েই এভাবে গঙ্গার জলের ঘোলাটে রং বদলে সবুজ হয়ে যাওয়া নিয়ে হৈহৈ পড়ে গেছে।

ভয়ে মানুষ জলেই নামতে চাইছেন না। সবুজ গঙ্গা দেখে বিজ্ঞানীরাও উঠেপড়ে লেগেছেন তার কারণ খুঁজতে। বিষাক্ত হয়ে গেছে কী জল? তাই এমন গাঢ় সবুজ রঙ ধরা পড়ছে? এমনটা অনেকে মনে করছেন।

তবে সব বোঝা যাবে জল পরীক্ষার পরই। তার আগে বিজ্ঞানীরা জানাচ্ছেন যদি বিষাক্ত কিছু হয়ে থাকে তবে এখন ওই জলে স্নান বা ওই জল কোনওভাবে পেটে যাওয়া উচিত নয়।

বিজ্ঞানীদের সিংহভাগই মনে করছেন এটা হয়েছে অ্যালগি-র জন্য। অ্যালগি অবশ্য বহমান জলে হয়না। সাধারণভাবে পুকুর, দিঘি, খাল, বিলে অ্যালগি দেখা যায়। কারণ সেখানে জল শান্ত হয়।

সেক্ষেত্রে জল সবুজ রঙয়ের হয়ে যায়। যা অনেকেই দেখে থাকবেন। অ্যালগি সূর্যের আলো পেলে সালোকসংশ্লেষের মাধ্যমে বিস্তার লাভ করে। ফলে ক্রমশ জল সবুজ হতে থাকে।

বিজ্ঞানীরা মনে করছেন গঙ্গার এই অংশে কোনওভাবে ভেসে আসা অ্যালগি থমকে গিয়ে বিস্তার লাভ করেছে। ফসফেট, সালফার আর নাইট্রেট পেলে অ্যালগি দ্রুত বিস্তার লাভ করে। যা হয়তো কাছের চাষ জমি থেকে ভেসে এসেছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তারপর গঙ্গায় বিস্তার লাভ করেছে।

মার্চ থেকে মে মাসের মধ্যে গঙ্গার জলে অ্যালগি দেখা যায় ঠিকই, কিন্তু তা এভাবে বিস্তার লাভ করতে পারেনা। এবার গাঢ় সবুজ হয়ে গিয়েছে বারাণসীর পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গার একাংশ।

সেখানেই চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা। বেশিদিন এমন রং থাকলে ভাবার বিষয় বলেই মনে করছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk