National

দূষিত হচ্ছে গঙ্গা, বন্ধ হচ্ছে ৯১টি চামড়ার কারখানা

Published by
News Desk

গঙ্গা দূষণের অভিযোগে ৯১টি চামড়ার কারখানায় তালা ঝোলানোর সিদ্ধান্ত নিল কানপুর প্রশাসন। উত্তরপ্রদেশের অন্যতম এই শহরের গা দিয়ে বয়ে গেছে গঙ্গা। অভিযোগ সেই গঙ্গায় তাদের যাবতীয় বর্জ্য ফেলে চলেছে কানপুরের চামড়ার কারখানাগুলি। ফলে দূষিত হচ্ছে গঙ্গা। গঙ্গাকে দূষণমুক্ত করতে কেন্দ্র এমনিতেই উদ্যোগী। সেখানে এমন দূষণের বিষয় সামনে আসার পর কানপুর প্রশাসন হাত গুটিয়ে বসে থাকবে এমন হওয়ার ছিলনা। হয়ওনি। অবিলম্বে কানপুরের ৯১টি চামড়ার কারখানা বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন।

আগামী ১৪ জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হচ্ছে কুম্ভ মেলা। ভারতের এই অন্যতম মেলাকে কেন্দ্র করে এখানে লাখো পুণ্যার্থীর ভিড় জমে। সকলেই পুণ্য অর্জনের আশায় গঙ্গার জলে স্নান করেন। তাঁরা যাতে বিশুদ্ধ গঙ্গার জলে স্নান করতে পারেন সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে সংবাদ সংস্থাকে জানিয়েছেন উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এক আধিকারিক। চাবিলাপুরওয়া এলাকায় থাকা আরও ২৮টি চামড়ার কারখানাও দ্রুত বন্ধ করা হবে বলে জানা গিয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk