Mythology

আশির্বাদ পেতে কী বলে প্রণাম জানাবেন গণেশজিকে

Published by
Sibsankar Bharati

শিবপার্বতীর প্রিয়পুত্র সর্বসিদ্ধিদাতা সিদ্ধিবিনায়ক। মুম্বইতে সিদ্ধি বিনায়ক মন্দির বিখ্যাত। মহারাষ্ট্র জুড়েই গণেশ পুজো খুব বড় করে হয়ে থাকে। এখন কলকাতা সহ পশ্চিমবঙ্গেও পাড়ায় পাড়ায় বাড়ছে গণেশ পুজো। গণেশের পুজো ছাড়া বাকি পুজো শুরু হয়না। তাই বর্ষা শেষে গণেশ পুজো দিয়েই পুজোর পার্বণ শুরু।

গণেশ পুজো তো হল। কিন্তু কী বলে গণেশকে প্রণাম করবেন? নানা ভাবে গণেশকে প্রণাম জানান মানুষ। গজাননজিকে প্রণাম জানোর জন্য এই শ্লোক সাধারণভাবে উচ্চারণ করা হয়ে থাকে।

একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম্।

বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং প্রণমাম্যহম্।

এই শ্লোকের মধ্যে দিয়েও গণেশকে প্রণাম জানাতে পারা যায়।

Share
Published by
Sibsankar Bharati

Recent Posts