National

৩০ লক্ষ টাকায় নিলাম হল একটিমাত্র লাড্ডু

একটা লাড্ডুর দাম উঠল ৩০ লক্ষ টাকা। সকলের সামনেই এই নিলাম হয়। সেখানে স্বচ্ছতা মেনেই দর হাঁকা হয়। ৩০ লক্ষ টাকা ওঠে দাম।

Published by
News Desk

একটা লাড্ডু নিলাম হয়ে গেল ৩০ লক্ষ টাকায়। ছোট লাড্ডু নয়। ২১ কেজি ওজনের লাড্ডু। কিন্তু যত বড়ই হোক না কেন একটা লাড্ডুর দাম ৩০ লক্ষ টাকা! অবাক হওয়ার কিছু নেই। এ লাড্ডু সাধারণ কোনও লাড্ডু নয়। এ লাড্ডু ভগবান গণেশের প্রসাদ। যা রীতি মেনেই নিলাম হল।

গতবছরও এই লাড্ডু নিলাম হয়েছিল। সেবার দাম উঠেছিল ২৭ লক্ষ টাকা। এবার তার চেয়েও ৩ লক্ষ টাকা বেশি দামে নিলাম হল লাড্ডুটি। হায়দরাবাদের গণেশ পুজো বিখ্যাত। সেই হায়দরাবাদের একটি গণেশ পুজো বালাপুরের গণেশ পুজো। যার নামডাক যথেষ্ট।

প্রতিবছর বিসর্জনের আগে এই বালাপুরের ভগবান গণেশকে প্রসাদ দেওয়া লাড্ডু নিলাম হয়। এটা ১৯৯৪ সাল থেকে চলে আসছে। এবার সেই লাড্ডুরই দাম ৩০ লক্ষ টাকা উঠল।

১৯৯৪ সালে যখন প্রথমবার বালাপুরের গণেশ পুজোয় ভগবান গণেশকে নিবেদন করা লাড্ডু নিলাম হয়, সেবার দাম উঠেছিল সাড়ে ৪০০ টাকা। তার ৩০ বছর পর সেই নিলামে লাড্ডুর দাম উঠল ৩০ লক্ষ টাকা।

এটা মানুষের বিশ্বাস যে বালাপুরের গণেশকে নিবেদিত লাড্ডু নিলামে কিনতে পারলে ভাগ্য খুলে যায়। প্রতিবছরই তাই এই নিলামে শতাধিক মানুষ দর হাঁকেন।

বালাপুরের এই গণেশ মূর্তি শহরের নানা পথ ঘুরে পৌঁছয় হুসেন সাগর লেকের সামনে। সেখানেই বিসর্জন হয় মূর্তির। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share