Entertainment

অশ্লীল মুভি দেখতে বাধ্য করতেন গণেশ আচারিয়া, পুলিশে অভিযোগ দায়ের

Published by
News Desk

তাঁকে অফিসে ডেকে অশ্লীল ভিডিও দেখতে বাধ্য করতেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার গণেশ আচারিয়া। এমনই বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন বলিউডেরই এক কোরিওগ্রাফার দিব্যা কোটিয়ান। ওই যুবতী গণেশ আচারিয়া-র সঙ্গে বেশ কিছু সিনেমায় সহকারী কোরিওগ্রাফার হিসাবে কাজ করেছেন। বর্তমানে গণেশ ইন্ডিয়ান ফিল্ম এন্ড কোরিওগ্রাফার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন। অফিস আন্ধেরিতে। দিব্যার অভিযোগ সেই অফিসে মাঝে মধ্যেই তাঁকে ডেকে পাঠাতেন গণেশ আচারিয়া।

অফিসে যখনই দিব্যা গণেশের সঙ্গে দেখা করতে গেছেন, দিব্যার দাবি সেখানে তিনি গণেশ আচারিয়াকে প্রতিবারই অশ্লীল মুভি দেখতে দেখতেন। গণেশ নিজে তো দেখতেনই। তাঁকেও অশ্লীল ছবি দেখতে বাধ্য করতেন, বলতেন দেখলে ভাল লাগবে। এমনই দাবি করেছেন ওই যুবতী। সেই সঙ্গে দিব্যার অভিযোগ গণেশ আচারিয়া তাঁকে পারিশ্রমিক থেকে কাটমানি দিতে চাপ দিতেন। তাঁকে কাজ করতেই দিচ্ছিলেন না গণেশ আচারিয়া।

দিব্যা অভিযোগে আরও জানান তিনি যখন অভিযোগ জানাতে কোরিওগ্রাফার অ্যাসোসিয়েশনে হাজির হন তখন গণেশ আচারিয়া তাঁকে অনেক কটু কথা বলেন। দিব্যার দাবি তখন জয়শ্রী কেলকর ও প্রীতি লাড গণেশের সঙ্গে ছিলেন। গণেশ তাঁকে নির্দেশ দেন দিব্যাকে যেন থাপ্পড় মেরে লাথি মেরে সেখান থেকে বার করে দেওয়া হয়। দিব্যার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি পরীক্ষা করা হচ্ছে। এর আগেও তাঁকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে গণেশ আচারিয়া বদনাম করার চেষ্টা করেছেন বলে মুখ খুলেছিলেন তনুশ্রী দত্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk