SciTech

এটা জানা থাকলে ব্যাঙ দেখেই বলে দিতে পারবেন সেটি পুরুষ না স্ত্রী

মানুষ অনেক প্রাণিকেই দেখে বলে দিতে পারেনা সেটি পুরুষ না স্ত্রী লিঙ্গের। কিন্তু এটা জানা থাকলে ব্যাঙের স্ত্রী পুরুষ চিনতে এতটুকু অসুবিধা হবেনা।

Published by
News Desk

প্রাণি তো কতই নজরে পড়ে। কিন্তু সেটি দেখেই কি কেউ বলে দিতে পারেন যে সেটি স্ত্রী না পুরুষ। অর্থাৎ প্রাণিটির লিঙ্গ কি বলে দিতে পারেন যে কেউ! অনেকেই তা পারেননা। কিন্তু সেটা চেনারও নানা উপায় আছে। যাঁরা বিশেষজ্ঞ তাঁরা কিন্তু প্রাণিটিকে দেখেই বলে দিতে পারবেন সেটির লিঙ্গ। কেবল শর্তটা জানতে হবে।

কোন প্রাণির ক্ষেত্রে শরীরের কোন অংশ দেখে বলতে হবে সেটা জানা দরকার। যেমন ব্যাঙ দেখেই যে কেউ কি বলে দিতে পারেন সেই ব্যাঙটি পুরুষ নাকি স্ত্রী।

হয়তো পারেননা। তবে একটি বিষয় নজর করলেই যে কেউ ব্যাঙ দেখেই বলে দিতে পারবেন ব্যাঙটি পুরুষ না স্ত্রী। এজন্য ব্যাঙের কানের দিকে নজর করতে হবে।

ব্যাঙের কানের কাছে গোল যে অংশটি থাকে সেদিকে নজর করতে হবে। ব্যাঙের চোখের ধারে থাকা এই গোল অংশ যদি বড় হয় তাহলে সেটি পুরুষ ব্যাঙ। যদি সেই গোল অংশটি ছোট হয় তাহলে সেটি স্ত্রী ব্যাঙ।

এই গোলাকার কানের অংশটি ব্যাঙের চোখের ঠিক পাশেই থাকে। তাই ব্যাঙের চোখটি নজর করতে পারলে সহজেই সেই গোল অংশটিও নজরে পড়বে। তখনই তার বড়, ছোট দেখে ব্যাঙের লিঙ্গ বুঝে নিতে কষ্ট হবেনা।

এটা জানা থাকলে আগামী দিনে ব্যাঙ নজরে পড়লে তার ওই গোলাকার অংশটি নজর করতে পারলেই চট করে যে কেউ বলে দিতে পারবেন ব্যাঙটির লিঙ্গ।

Share
Published by
News Desk