Entertainment

দেব অতীত, কার সঙ্গে বাগদান সারলেন ফ্রিডা পিন্টো

অস্কার জয়ী সিনেমার অভিনেত্রী আগেও প্রেমে পড়েছেন। কিন্তু সেসব স্মৃতি বড় মধুর নয়। বিচ্ছেদ ঘটেছে। হয়তো সত্যিকারের ভালবাসা খুঁজছিলেন তিনি।

Published by
News Desk

অস্কার জয়ী সিনেমা স্লামডগ মিলিয়নিয়ার খ্যাত অভিনেত্রী ফ্রিডা পিন্টো নাকি আগেও প্রেমে পড়েছেন। কিন্তু সেসব প্রেমের স্মৃতি বড় মধুর নয়। দ্রুত বিচ্ছেদ ঘটেছে। অথবা একটা সময়ের পর দূরত্ব বেড়েছে। তাই হয়তো সত্যিকারের ভালবাসা খুঁজছিলেন তিনি। আর সেটাই তিনি পেয়ে গেলেন। অন্তত ফ্রিডা এমনই মনে করছেন।

সোশ্যাল সাইটে তিনি জানিয়েছেন তিনি যাঁর সঙ্গে বাগদান সেরেছেন তিনি কখনও তাঁকে ছেড়ে যাবেননা। ফ্রিডা তাঁর ভালবাসা দিয়ে, তাঁর হৃদয় দিয়ে তাঁকে ধরে রাখবেন।

ফ্রিডা পিন্টো ঠিক কবে বিয়ে করছেন তা অবশ্য পরিস্কার নয়। তবে তিনি চিত্রগ্রাহক কোরি ট্রান-এর সঙ্গে বাগদান সেরে ফেলেছেন। দুজনে এখন চুটিয়ে প্রেম করছেন। ফ্রিডা উড়ছেন যাকে বলে সাতোয়াঁ আসমানে। এখন তাঁর কাছে সবকিছুই খুব অর্থপূর্ণ।

পৃথিবী তাঁর কাছে অর্থপূর্ণ, জীবন তাঁর কাছে অর্থপূর্ণ, অতীতের কান্না তাঁর কাছে অর্থপূর্ণ। কোরিকে খুব আবেগঘন একটি জন্মদিনের শুভেচ্ছাও পাঠিয়েছেন ফ্রিডা।

ফ্রিডার এই সুখের সময়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা নার্গিস ফাখরি, রিচা চাড্ডারা। ফ্রিডা এতকিছু বললেন আর কোরি কিছু বললেন না! তাই কি হয়! সোশ্যাল সাইটে কোরিও জানিয়েছেন হবু স্ত্রীর কাছ থেকে এটাই তাঁর জন্মদিনের সবচেয়ে সেরা উপহার।

প্রসঙ্গত ফ্রিডা কিন্তু স্লামডগ মিলিয়নিয়ার-এ তাঁর সঙ্গে অভিনয় করা দেব প্যাটেলের সঙ্গে ডেটিং করছিলেন। তাঁদের প্রেমপর্ব চলেছিল টানা ৬ বছর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk