Freeze Frame

সামনে এল ডাব্বু রতনানির ফ্যাশন ক্যালেন্ডার

Published by
News Desk

ডাব্বু রতনানির ফ্যাশন ক্যালেন্ডার নিয়ে চর্চা চলছে বেশ কিছুদিন ধরেই। হবে নাই বা কেন? একের পর এক পরিচিত মুখকে অপূর্ব ছবিতে সামনে এনেছেন এই ফ্যাশন ফটোগ্রাফার। সেই ক্যালেন্ডারের উদ্বোধনও যে ঝলমলে হবে তা তো স্বাভাবিক।

চোখ ঝলসানো সেই অনুষ্ঠানে মানদানা কারিমি, করিশ্মা তন্না-র মত অভিনেত্রীরা। যাঁদের দিক থেকে চোখ ফেরানো মুশকিল হয়েছে অনেকের। অভিনেতা প্রিন্স নরুলা এসেছিলেন তাঁর সুন্দরী স্ত্রী যুবিকা চৌধুরিকে নিয়ে। এসেছিলেন সস্ত্রীক সোনু নিগম সহ অনেকে। সেই অনুষ্ঠানেরই কিছু ঝলক রইল আপনাদের জন্য।

চিত্রপরিচালক সঞ্জয় গুপ্তা ও তাঁর স্ত্রী, ছবি – আইএএনএস
করিশ্মা তন্না, ছবি – আইএএনএস
সোনু নিগম ও তাঁর স্ত্রী, ছবি – আইএএনএস
ডাব্বু রতনানি, প্রিন্স নরুলা ও তাঁর স্ত্রী যুবিকা চৌধুরি, ছবি – আইএএনএস
ডাব্বু রতনানি, রণিত রায় ও তাঁর স্ত্রী, ছবি – আইএএনএস
প্রাণুতন বহল, ডাব্বু রতনানি ও জাহির ইকবাল, ছবি – আইএএনএস
করিশ্মা তন্না ও ডাব্বু রতনানি, ছবি – আইএএনএস
প্রিন্স নরুলা ও তাঁর স্ত্রী যুবিকা চৌধুরি, ছবি – আইএএনএস
মনদানা কারিমি, ছবি – আইএএনএস
রণিত রায় ও তাঁর স্ত্রী, ছবি – আইএএনএস

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk