Freeze Frame

মিষ্টি মেয়ে মিষ্টি – ফোটো গ্যালারি

Published by
News Desk

২০১৪ সালে প্রথম বাংলা ছবি ‘পরিচয়’। ওই বছরই বলিউডেও ডেবিউ। তাও আবার সুভাষ ঘাইয়ের ছবি কাঞ্চি-তে। ওই বছরই আবার তেলেগু ছবিতেও ডেবিউ। তারপর হিন্দি সিনেমা গ্রেট গ্র্যান্ড মস্তি, বেগমজানের মত ছবিতে যেমন তাঁর উজ্জ্বল উপস্থিতি ও অভিনয় প্রতিভা তাঁকে দ্রুত জনপ্রিয় করে তুলেছে। তেমনই তিনি সমানভাবে সফল দক্ষিণী সিনেমাতে। বাংলার মেয়ে মিষ্টি চক্রবর্তী মণিকর্ণিকা-তেও রয়েছেন।

বাংলার মিষ্টি মেয়ে মিষ্টি চক্রবর্তীর হাত দিয়ে উদ্বোধন হল মুম্বইয়ের একটি ফিল্ম অ্যাকাডেমির। সেখানে হাল্কা গোলাপি পোশাকে যেন আরও মিষ্টি হয়ে উঠেছিলেন অভিনেত্রী মিষ্টি চক্রবর্তী। দেখুন সেই ছবি।

মিষ্টি চক্রবর্তী, ছবি – আইএএনএস
মিষ্টি চক্রবর্তী, ছবি – আইএএনএস
মিষ্টি চক্রবর্তী, ছবি – আইএএনএস
মিষ্টি চক্রবর্তী, ছবি – আইএএনএস
মিষ্টি চক্রবর্তী, ছবি – আইএএনএস

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk