Freeze Frame

চোখ আটকে দিলেন তারা সুন্দরী – ফোটো গ্যালারি

Published by
News Desk

এখনও সিনেমার পর্দায় তাঁর আত্মপ্রকাশ ঘটেনি। কিন্তু ২০১৯ তাঁর জীবনে সেই দারুণ মুহুর্তটা আনতে চলেছে। এ বছরই তাঁর ২টি সিনেমা আসছে। ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ২’ এবং ‘মারজাভান’। তবে বিনোদন জগতে ২৩ বছরের এই সুন্দরীর আত্মপ্রকাশ ঘটেছে আগেই। সেটা টিভিতে।

ছোটপর্দায় জীবন শুরুই ডিজনি চ্যানেলে। সেখানেই বেশ কিছু অনুষ্ঠানে তাঁকে দেখা গেছে। সেই ঝকঝকে সুন্দরী তারা সুতারিয়া ধরা পরলেন চিত্রগ্রাহকদের ক্যামেরায়। সম্প্রতি মুম্বইয়ের জুহুতে সন্ধেয় গাড়িতে ওঠার সময় তাঁকে ক্যামেরাবন্দি করেন চিত্রগ্রাহকরা। হাসিমুখেই পোজ দেন বলিউডের এই নতুন হার্টথ্রব।

তারা সুতারিয়া, ছবি – আইএএনএস
তারা সুতারিয়া, ছবি – আইএএনএস
তারা সুতারিয়া, ছবি – আইএএনএস

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk