আর্টিজান স্পিক এন্ড জুট এক্সপো, ছবি - আইএএনএস
না বলে দিলে বোঝা দায় পাটের পোশাক! যে কোনও বিদেশি নামী ব্র্যান্ডকে টেক্কা দিতে পারে এমন আধুনিক ডিজাইন। যা বোধহয় আরও মোহময় হয়ে উঠল সুন্দরী মডেলদের সৌজন্যে। ‘আর্টিজান স্পিক এন্ড জুট এক্সপো’-কে সামনে রেখে পাটের পোশাকে ফ্যাশন শো হয়ে গেল শহর কলকাতায়। এই ফ্যাশন শোয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন খোদ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। মডেলদের রূপের ছটা আর পোশাকের অভিনবত্ব ফ্যাশন শোয়ের সব আলোটুকু এদিন শুষে নিয়ে গেল।
কখনও ধূসর ও সোনালি পাটে ভারী গয়নায় দেখা গেছে তন্বী মডেলদের। কখনও অফ হোয়াইটে রূপের ডালি সাজিয়ে মডেলরা সামনে এসেছেন একেবারে স্বর্গের পরীর সাজে। কখনও কালোর ওপর সোনালি জমাট কাজে মোহময়ী হয়ে উঠেছেন তাঁরা। নিজের চোখেই দেখে নিন কলকাতায় এই চোখ ঝলসানো ফ্যাশন শোয়ের ঝলক।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)