Freeze Frame

শাহজাহান রিজেন্সি সিনেমার প্রচারে নজর কাড়লেন স্বস্তিকা – ফোটো গ্যালারি

Published by
News Desk

মণি শংকর মুখোপাধ্যায়ের অন্যতম সেরা উপন্যাস চৌরঙ্গী নিয়ে ফের সিনেমা। এবার অবশ্য নামটা চৌরঙ্গী নয়, শাহজাহান রিজেন্সি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমায় নজর কেড়েছে তারকার মেলা। বাংলায় এই মুহুর্তে নবীন প্রবীণ প্রজন্মের একঝাঁক তারকা এই সিনেমায় অভিনয় করেছেন। মমতা শংকর থেকে শুরু করে অঞ্জন দত্ত, পরমব্রত থেকে শুরু করে স্বস্তিকা। আছেন রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, ঋতুপর্ণা, সুজয় প্রসাদ মুখোপাধ্যায় সহ অনেক তারকা।

হালে হওয়া সেই প্রচারে রূপের ছটায় আলাদা করে নজর কাড়লেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ছিলেন স্বয়ং চৌরঙ্গীর লেখক মণি শংকর মুখোপাধ্যায়। দেখুন সেই তারকাখচিত ঝলমলে প্রচারের কিছু বিশেষ ঝলক।

Share
Published by
News Desk