Freeze Frame

রূপের আগুনে ঝলসে দিলেন মাধুরী, দেখুন সেই ছবি

Published by
News Desk

‘মোগলি, লেজেন্ড অফ দ্যা জঙ্গল’। এই সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেল মুম্বইতে। মুম্বইয়ের যশরাজ স্টুডিওতে গত রবিবার ছিল এই সিনেমার প্রিমিয়ার। স্বভাবতই প্রিমিয়ার ঘিরে বসেছিল চাঁদের হাট। স্বামী শ্রীরাম নেনেকে নিয়ে হাজির ছিলেন মাধুরী দীক্ষিতও। আলোকচিত্রীদের আবদার মেটাতে স্বামীকে পাশে নিয়েই পোজ দিলেন মাধুরী। ফ্রেম বন্দি সেই রূপের ছটায় এখনও কুপোকাত অনেকেই।

বয়সের বিস্তর ফারাক থাকলেও হালফিলের যে কোনও নায়িকার রূপের চেয়ে কোনও অংশে কম যাচ্ছেন না মাধুরী। বলিউডের অন্যতম সেই সুন্দরী নায়িকার ছবি এখনও মুগ্ধ করছে তাঁর অনুরাগীদের।

ছবি – আইএএনএস
ছবি – আইএএনএস
ছবি – আইএএনএস
Share
Published by
News Desk

Recent Posts