ছবি - আইএএনএস
সইফ আলি খান-করিনা কাপুর খানের ছেলে তৈমুর জন্মানোর পর থেকেই সেলেব্রিটি। তা সে স্কুলে যাক বা ঘুরতে, খেলা করুক বা খুনসুটি, সবই ধরা পড়ে পাপারাৎজিদের লেন্সে। কখনও বাবার সঙ্গে, তো কখনও মায়ের হাত ধরে তৈমুরের এমনই কিছু ছবি ফের প্রকাশ্যে এল। দেখে নিন সেসব ছবির এক ঝলক।