Entertainment

বাবা হলেন ‘রেস ৩’ অভিনেতা ফ্রেডি

Published by
News Desk

হলিডে, ফোর্স ২, রেস ৩-এর মত জনপ্রিয় সিনেমায় তাঁকে দেখা গেছে। এছাড়াও হিন্দি, তামিল সিনেমায় তাঁকে দেখেছেন দর্শকেরা। ফ্যাশন দুনিয়াতেও তাঁর নামডাক অনেকদিনের। সেই ফ্রেডি দারুওয়ালা এবার বাবা হলেন। বাবা হওয়ার পর বেজায় খুশি ফ্রেডি। প্রথম সন্তানকে নিয়ে সারা জীবন কাটাতে চান তিনি ও তাঁর স্ত্রী।

ফাইল : ফ্রেডি দারুওয়ালা, ছবি – আইএএনএস

বাবা হওয়ার পর ফ্রেডি জানিয়েছেন, পুত্র সন্তানকে নিয়ে তাঁরা ভীষণ খুশি। নবজাতকের স্বাস্থ্য ভাল আছে। সুস্থ আছে। তিনি এবং তাঁর স্ত্রীয়ের জন্য এক মুঠো খুশি নিয়ে জন্ম নিয়েছে তাঁদের সন্তান। গত ৩ ফেব্রুয়ারি তাঁদের সন্তান জন্ম নেয়। এবার বিষয়টি সামনে আনলেন ফ্রেডি।

ফাইল : ফ্রেডি দারুওয়ালা, ছবি – আইএএনএস

৬ বছরের বিবাহিত জীবন তাঁর। বিয়ে করেন ক্রিস্টাল ভারিয়াভা-কে। ৬ বছর পর অবশেষে সন্তানের পিতা হলেন ফ্রেডি। প্রথম সন্তান নিয়ে তাই নিজের খুশি চেপে রাখেননি অভিনেতা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk