Sports

না ফেরার দেশে চলে গেলেন ফুটবলের বিরল কৃতিত্বের কিংবদন্তি নায়ক

ফুটবলপ্রেমী বিশ্বের কাছে এ এক শোকের দিন। ফুটবল দুনিয়া হারাল ফুটবলের এক কিংবদন্তিকে। ফুটবলের সর্বকালের অন্যতম সেরাদের একজন চলে গেলেন।

Published by
News Desk

ফুটবলপ্রেমী মানুষের কাছে অবশ্যই দিনটা শোকের। ফুটবল দুনিয়ার কাছে এ এক অপূরণীয় ক্ষতি। যে হাতেগোনা কয়েকজন কিংবদন্তি ফুটবলার ফুটবলকে অন্য উচ্চতায় পৌঁছে দিতে পেরেছিলেন, নিজের দেশকে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠ আসনে নিয়ে যেতে পেরেছিলেন তাঁদের একজন চলে গেলেন না ফেরার দেশে।

জার্মানির কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার চলে গেলেন। শেষ হল এক যুগের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। বেকেনবাওয়ার ছিলেন এমন এক কিংবদন্তি যিনি জার্মানিকে খেলোয়াড় হিসাবে বিশ্বকাপ এনে দিয়েছেন। আবার পরবর্তীকালে কোচ হিসাবেও বিশ্বকাপ এনে দিয়েছেন।

বিভক্ত জার্মানির পশ্চিম জার্মানির হয়ে ১৯৭৪ সালে দলের অধিনায়ক হিসাবে তিনি পশ্চিম জার্মানিকে বিশ্বকাপ এনে দেন। তাঁকে বলা হত ফুটবলের ‘দের কাইজার’, যার মানে হল রাজা।

তিনি সত্যিই ছিলেন ফুটবলের রাজা। আধুনিক ফুটবলকে তিনি একটা পর্যায়ে পৌঁছে দিতে পেরেছিলেন। পশ্চিম জার্মানিকে বিশ্বকাপ এনে দেওয়া ছাড়াও সে সময় একের পর এক কাপ এনে দিয়েছেন বেকেনবাওয়ার।

বেকেনবাওয়ার ছিলেন ডিফেন্ডার। একজন ডিফেন্ডার হিসাবে ফুটবলে ২ বার ব্যালন ডি’অর জিতেছেন তিনি। এটা এখনও পর্যন্ত একটা রেকর্ড হয়ে আছে।

ফুটবলে এখনও পর্যন্ত কোনও ডিফেন্ডার ২ বার ব্যালন ডি’অর অর্জন করতে পারেননি। ১৯৬৬ সালে জার্মানি যখন ইংল্যান্ডের কাছে বিশ্বকাপ ফাইনালে পরাজিত হয়, তখনও তিনি দলে ছিলেন।

আবার মেক্সিকোতে পশ্চিম জার্মানি তৃতীয় স্থান দখল করে বিশ্বকাপে। সে দলেও তিনি ছিলেন। ব্যক্তিগত জীবনে বেকেনবাওয়ার ৩ বার বিয়ে করেন। তাঁর ৫ সন্তান রয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts