Feature

ইনিই বিশ্বের সবচেয়ে সৌভাগ্যবান এবং দুর্ভাগ্যবান মানুষ, ঘটনাগুলো শুনলে চমক কাটবে না

চরম দুর্ভাগ্য আর বিশাল সৌভাগ্য যে সহাবস্থান করতে পারে এই মানুষটির কাহিনি না জানলে বোধহয় বিশ্বাস হতনা। তাঁর ঘটনা যে বাস্তবে হতে পারে সেটাই অবিশ্বাস্য।

এমনও একজন ব্যক্তি আছেন যাঁর জীবনের গল্প শোনার পর তিনি দুর্ভাগা নাকি ভাগ্যবান সেটা স্থির করা অসম্ভব হয়ে দাঁড়ায়। একাধারে বিশ্বের সবচেয়ে সৌভাগ্যবান এবং দুর্ভাগ্যবান মানুষটির নাম ফ্রানো সেলাক। যিনি ১৯৫৭ সাল থেকে হওয়া ৭টি মারাত্মক দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে যান। তাই পেশায় সঙ্গীত শিক্ষক সেলাককে বলা হয় সবচেয়ে বেশি দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া মানুষ।

প্রথম নজরে ক্রোয়েশিয়ার মানুষ সেলাককে একজন সাধারণ বয়স্ক ব্যক্তি বলেই মনে হবে। কিন্তু সেলাকের জীবনকাহিনি পুরো হলিউডের স্ক্রিপ্টের মত। প্রথম দুর্ঘটনায় একটি বাস রাস্তা থেকে ছিটকে নদীতে পড়ে যায়। দুর্ভাগ্যক্রমে যে বাসের একজন যাত্রী ছিলেন সেলাক। সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান।

এরপর সেলাক এমন একটি ট্রেনের যাত্রী ছিলেন যা লাইনচ্যুত হয় এবং বেশ কয়েকজনের প্রাণ যায়। কিন্তু তিনি আবারও বেঁচে যান। এরপর একবার একটি বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফেরেন তিনি। পরবর্তীকালে ২ বার সেলাকের নিজের গাড়িগুলি অগ্নিদগ্ধ হলেও তিনি বেঁচে যান।

কয়েক বছর পর তিনি একটি বাসের ধাক্কায় আহত হন। কিন্তু আবারও তিনি সামান্য আঘাত পেয়ে বেঁচে যান। সবচেয়ে অদ্ভুত বিষয় একবার প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে গড়িয়ে পড়া গাড়ির ভিতর থেকে তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

অবিশ্বাস্য ভাবে এইসব দুর্ভাগ্য কাটিয়ে ২০০৩ সাল নাগাদ সেলাক প্রায় ৮.৩ কোটি টাকার লটারি জেতেন। যা দিয়ে তিনি একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন। কিন্তু ২০১০ সালে বাড়িটি বিক্রি করে দিয়ে নিজের পঞ্চম স্ত্রীর সাথে একটি সহজ জীবনযাপনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ফ্রানো সেলাক। ২০১৬ সালে ৮৭ বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *