Sports

তরুণ ফুটবল কোচের প্রাণ নিল করোনা

Published by
News Desk

মাত্র ২১ বছর বয়স। এই বয়সেই করোনা কেড়ে নিল এক উদীয়মান ফুটবল কোচের প্রাণ। স্বভাবতই শোকের ছায়া নেমে এসেছে। স্পেনের মাদ্রিদ শহরের অ্যাটলেটিকো পোর্তাদা অল্টা ফুটবল দলের কোচের দায়িত্বে ছিলেন ২১ বছরের ফ্রান্সিসকো গার্সিয়া। তিনি লিউকেমিয়ায় আক্রান্ত ছিলেন। রক্তের ক্যানসার তাঁর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দিয়েছিল। ফলে তাঁকে করোনা খুব দ্রুত কাবু করে। অবশেষে মাদ্রিদের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

স্পেনে যতজন করোনাতে প্রাণ হারিয়েছেন তার মধ্যে সবচেয়ে কমবয়সী হলেন গার্সিয়া। তাঁর মৃত্যুতে ক্লাবের তরফে গভীর শোক প্রকাশ করা হয়েছে। স্পেনে করোনার শিকার বেড়েই চলেছে। এখনও পর্যন্ত স্পেনে প্রায় ১০ হাজার মানুষ করোনায় কাবু। মৃত্যু হয়েছে ৩৪২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩০ জন। স্পেনের বড় শহরগুলি ক্রমশ জনশূন্য হয়ে পড়ছে।

ইতালির মত স্পেনেও করোনা সংক্রমণ ছড়িয়েছে ফুটবল খেলোয়াড়দের মধ্যে। স্পেনে সেই সংখ্যাটা বেশি। স্পেনের ফুটবল দল ভ্যালেন্সিয়া যথেষ্ট বিখ্যাত। সেই দলের ৩৫ শতাংশ খেলোয়াড় ও সদস্য করোনার শিকার। স্পেনের অনেক জায়গায় একের পর এক আলাদা করে রাখার ব্যবস্থা পাকা করা হচ্ছে। যাঁর শরীরেই করোনার চিহ্ন পাওয়া যাচ্ছে তাঁকেই আলাদা করে দিচ্ছে প্রশাসন। তারপরও করোনা ছড়িয়েই চলেছে সেখানে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts