Categories: World

ফ্রান্সের পানশালায় আগুন, মৃত ১৩

Published by
News Desk

ফ্রান্সের ১টি পানশালায় আগুন লেগে মৃত্যু হল ১৩ জনের। আগুনে পানশালাটির সিংহভাগই ভস্মীভূত হয়েছে। যখন আগুন লাগে তখন সেখানে একটি জন্মদিনের পার্টি চলছিল। উত্তর ফ্রান্সের শহর রৌয়েনে কুবা লিঁবে পানশালার সুনাম আছে। পুলিশ জানিয়েছে, পানশালার বেসমেন্টে মধ্যরাতে জন্মদিনের পার্টি চলার সময় কেকের ওপর লাগানো মোমবাতির আগুন থেকে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ৫০ জনের ওপর দমকলকর্মী হিমসিম খেয়ে যান।

এদিকে ফ্রান্সে কিছু ঘটলেই এখন জঙ্গিহানার সিঁদুরে মেঘ দেখছেন সকলে। যদিও পানশালার অগ্নিকাণ্ডের সঙ্গে সন্ত্রাসবাদী হানার কোনও যোগ নেই বলেই জানিয়েছে ফ্রান্স প্রশাসন।

Share
Published by
News Desk
Tags: France