World

ফের জঙ্গি নিশানায় প্যারিস?

Published by
News Desk

প্যারিসের ল্যুভর মিউজিয়ামে এদিন আচমকাই হামলা চালাল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ছুরি নিয়ে হামলা চালায় সে। প্যারিস পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির কাঁধে ২টো ব্যাগ ছিল। মিউজিয়ামে ঢোকার জন্য এগোচ্ছিল সে। আচমকাই মিউজিয়ামের সামনে শপিং মলের সামনে সুরক্ষার দায়িত্বে থাকা ফরাসি সেনার ওপর ঝাঁপিয়ে পড়ে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ছুরি বার করে এক সেনা জওয়ানকে আহতও করে। তারপর অন্যদিকে ছুরি হাতে এগিয়ে গেলে পাল্টা গুলি চালায় সেনা। পরপর পাঁচটি গুলি করা হয়। মেঝেতে লুটিয়ে পড়ে ওই ব্যক্তি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্যারিস পুলিশের দাবি, তার কাছ থেকে যে দুটি ব্যাগ উদ্ধার হয়েছে তার মধ্যে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি ঠিকই, কিন্তু ওই ব্যক্তির আচরণ একেবারেই সন্ত্রাসবাদী সুলভ। ফলে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

 

Share
Published by
News Desk