Categories: World

ফের ফ্রান্সে আইএস হামলা, মৃত যাজক

Published by
News Desk

চার্চে তখন সকালের প্রার্থনা চলছিল। ঠিক সেই সময়েই উত্তর ফ্রান্সের রোয়েঁ শহরের একটি চার্চে আচমকা ঢুকে পড়ে ২ আততায়ী। তারপর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে ৮৪ বছরের বৃদ্ধ ফাদার জ্যাকাস হ্যামেলকে। ফাদারকে খুন করার পর চার্চের ৪ জনকে পণবন্দিও করে তারা। খবর পেয়ে দ্রুত চার্চ ঘিরে ফেলে পুলিশ। কিছুক্ষণ পর পুলিশের গুলিতে মৃত্যু হয় ২ আততায়ীর। ঘটনায় ১ পণবন্দি গুরুতর আহত হন। ঘটনার দায় স্বীকার করে সন্ত্রাসবাদী সংগঠন আইএস।

এদিন ওই চার্চে হাজির হন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে। আইএসের এই আক্রমণকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে তিনি বলেন, ফ্রান্স আইএসের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাবে। এদিনের ২ আততায়ীর একজনকে ফ্রান্সের পুলিশ চিনতেও পেরেছে। পুলিশের দাবি ওই যুবক গত বছর সিরিয়ায় ঢোকার চেষ্টা করেছিল।

Share
Published by
News Desk