Categories: World

ফের ফ্রান্স, এবার টার্গেট হোটেল!

Published by
News Desk

ফের ফ্রান্সে বন্দুকবাজের হানা। এবার বোলেঁ শহরে। ফরাসি পুলিশ জানাচ্ছে, শহরের একটি রেস্তোরাঁয় ঢুকে পড়ে এক বন্দুকবাজ। গোটা হোটেল ঘিরে ফেলে পুলিশ। ফরমুলেঁ ১ হোটেলের মধ্যে সে অবস্থান করলেও এখনও হোটেলের মধ্যে ঢুকে উঠতে পারেনি পুলিশ। হোটেলের ২৫০ মিটারের মধ্যে চারদিক থেকে ঘিরে পরবর্তী পদক্ষেপ ঠিক করছে পুলিশ।

গুলি‌যুদ্ধের আশঙ্কায় আশপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে ঠিক কী উদ্দেশ্যে ওই বন্দুকবাজ হোটেলে ঢুকেছে তা এখনও পরিস্কার নয়। তবে তার গায়ে বিস্ফোরক বাঁধা থাকতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

Share
Published by
News Desk
Tags: France