Categories: World

নিসে হত্যালীলা, বিশ্ব জুড়ে নিন্দার ঝড়

Published by
News Desk

নিসের হত্যালীলার কড়া ভাষায় নিন্দা করেছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওঁলাদে। প্রতিক্রিয়ায় ওঁলাদে জানিয়েছেন গোটা ফ্রান্স এখন ‘ইসলামিক সন্ত্রাসবাদ’-এর লক্ষ হয়ে উঠেছে। ঘটনাকে বর্বর বলে নিন্দা করেছে রাষ্ট্রসংঘও। নিন্দা করেছে বিশ্বের অন্যান্য দেশও। ঘটনার পর গোটা ফ্রান্স জুড়ে হাই এলার্ট জারি করা হয়েছে। তন্নতন্ন করে খোঁজ চলছে জঙ্গিদের। আতঙ্কে বহু মানুষ বাড়ি থেকে বার হতে চাইছেন না। ফ্রান্সে যে জ্যাজ উৎসব এই সময়ে হয় তাও বাতিল করা হয়েছে। এদিকে এদিন বাস্তিলের আতসবাজির অনুষ্ঠানে হাজির ছিলেন বিখ্যাত পপ গায়িকা রেহানা। ট্রাক হানার থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি।

Share
Published by
News Desk