World

ফ্রান্সের সুপারমার্কেটে জঙ্গিহানা, মৃত ২, পণবন্দি বেশ কয়েকজন

Published by
News Desk

ফ্রান্সে তেঁবেজ শহরের সুপারমার্কেট সুপার ইউ-তে ঢুকে সাধারণ মানুষকে পণবন্দি করল এক বন্দুকবাজ। নিজেকে আইএস অনুগত বলে দাবি করা ওই বন্দুকবাজ মার্কেটে ঢুকেই গুলিবর্ষণ শুরু করলে ২ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। পুলিশ গোটা মার্কেট ঘিরে রেখেছে। এটি জঙ্গিহানা হতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

শুক্রবার বেলা সওয়া ১১টা। ফ্রান্সের তেঁবেজ শহরের একটি সুপারমার্কেটে ভিড় জমতে শুরু করেছে। এমন সময়ে সেখানে ঢুকে পড়ে এক বন্দুকবাজ। ঢুকেই কয়েকজনকে পণবন্দি করে ফেলে সে। এদিকে জঙ্গিহানার খবরে দ্রুত সুপারমার্কেটের চারপাশ ফাঁকা করে দেয় পুলিশ। ঘিরে ফেলা হয় সুপারমার্কেটটি। ওই বন্দুকবাজের দাবি সে আইএসের অনুগত। পুলিশকে লক্ষ্য করে সে বেশ কয়েকবার গুলি চালায় বলেও খবর।

এদিকে সুপারমার্কেটে হানার আগে তেঁবেজ শহরের অদূরে কাঁকাসোঁ শহরে এক বন্দুকবাজ এক পুলিশ কর্মীকে গুলি করে। এই ২ ঘটনার মধ্যে কোনও যোগাযোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে তার আগে তাদের এখন প্রধান লক্ষ্য পণবন্দিদের মুক্ত করে ওই সুপারমার্কেট বন্দুকবাজমুক্ত করা।

Share
Published by
News Desk
Tags: France