Categories: World

দেহ ব্যবসায় রাশ টানল ফ্রান্স

Published by
News Desk

আইন করে দেশে যৌনতার ক্রয়, বিক্রয় বন্ধ করতে আনা একটি বিলে সহমত ব্যক্ত করলেন ফ্রান্স সংসদের অধিকাংশ সদস্য। ফ্রান্স পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে ৬৪-১২ ভোটে বিলটি এদিন সহজেই পাশ হয়ে যায়। ফলে আগামী দিনে ফ্রান্সে যৌনকর্মী হিসাবে কেউ নিজের পরিচয় দিতে পারবেন না।

রাস্তায় খোলাখুলি যৌনকর্মীদের গ্রাহক ধরার চেষ্টাও আর দেখতে পাওয়া যাবে না। অন্যদিকে কোনও মহিলাকে অর্থের বিনিময়ে যৌন সম্পর্কে বাধ্য করাও অপরাধ হিসাবে চিহ্নিত হবে ফ্রান্সে। এই আইনের ফলে ফ্রান্সে অর্থের বিনিময়ে কিশোরী ও মহিলাদের ক্ষেত্রে যৌন নিপীড়ন অনেকটাই বন্ধ করা সম্ভব হবে বলে মনে করছে ওঁলাদে প্রশাসন। নয়া আইনে কোনও ব্যক্তিকে যৌনতা কেনার চেষ্টা করতে দেখা গেলে তাঁকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে।

Share
Published by
News Desk