World

দেওয়ালে ঝোলানো ছবি সরাতেই পাওয়া গেল ৩৩ কোটি টাকার গুপ্তধন, কি ছিল সেখানে

এক ব্যক্তির জীবনাবসানের পর তাঁর বাড়িতে খোঁজ শুরু হয়। আর তাতেই একটি দেওয়ালে ঝোলানো ছবি বদলে দেয় সবকিছু।

Published by
News Desk

তিনি একাই থাকতেন। বয়স হয়েছিল ৮৯ বছর। পরিবার বলতে কিছু নেই। আছেন কয়েকজন দূর সম্পর্কের আত্মীয়। তাঁদের সঙ্গেও যে বিশেষ যোগাযোগ ছিল তা নয়। একা বৃদ্ধ মানুষটি ৮৯ বছর বয়সে প্রয়াত হন তাঁর বাড়িতেই।

জীবনে মানুষটি কখনও অর্থের প্রাচুর্যে বাস করেননি। খুবই সাদামাটা জীবনধারণ করতেন। আর্থিক প্রতিপত্তিও তেমন ছিলনা। থাকার মধ্যে ছিল একটা শখ। যা তিনি সারাজীবন লালন পালন করে এসেছেন।

তিনি ছিলেন মুদ্রা সংগ্রাহক। জীবনে যেটুকু রোজগার করেছেন পুরোটাই মুদ্রা সংগ্রহ করতেই খরচ করে গেছেন। তাঁর জীবনাবসানের পর তাঁর বাড়িটি খুঁজে দেখা শুরু করে প্রশাসন। একা মানুষটির কিছু রয়ে গেল কিনা তা দেখে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল প্রশাসন।

সেই খোঁজ করতে গিয়েই তাঁর ঘরের দেওয়ালে একটি ছবি ঝুলতে দেখে তারা। সেই ছবি সরাতেই পিছনে যে ইটের দেওয়াল পাওয়া যায়, তার পিছনে লুকোনো ছিল প্রচুর স্বর্ণমুদ্রা। যা ইউরোপে বিভিন্ন সময়ে ব্যবহার হত।

ম্যাসিডোনিয়ায় যখন রাজার রাজত্ব ছিল সেই সময়ের অনেক কয়েন পাওয়া যায়। যা উদ্ধার করে একটি নিলাম সংস্থাকে দিয়ে নিলাম করানো হয়। যা নিলামে বিক্রি করে তার থেকে ৩.৮ মিলিয়ন ডলার পাওয়া গিয়েছে। ভারতীয় মুদ্রায় যা ৩৩ কোটি টাকার সমান।

ফ্রান্সের ক্যাসতিলোনেস শহরের বাসিন্দা পল নাসেঁ-র এই মুদ্রা সংগ্রহ বিপুল পরিমাণ অর্থ এনে দিলেও তা ভোগ করতে পারলেননা আজীবন সাধারণ জীবন যাপন করা পল।

এখন তাঁর নিকট আত্মীয়দের খোঁজ চালাচ্ছে প্রশাসন। তাঁদের হাতেই ভাগ করে তুলে দেওয়া হবে এই অর্থ। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট-এ খবরটি প্রকাশিত হয়েছে।

Share
Published by
News Desk
Tags: France