বার্তা ভরা কাচের বোতল, ছবি – সৌজন্যে – ফেসবুক – @villedeu
কাজ চলছিল প্রত্নতাত্ত্বিক নিদর্শনের খোঁজে। ফ্রান্সের গুলিস শহরের কাছে এই জায়গায় খননকার্য চলছিল। খননের কাজ করছিলেন কয়েকজন ছাত্র। এভাবে খুঁড়তে খুঁড়তে একটি মাটির পাত্র দেখতে পান তাঁরা।
সেই মাটির পাত্র সযত্নে বার করে তা খোলার পর কার্যত হতবাক হয়ে যান তাঁরা। সেই মাটির পাত্রের মধ্যে রাখা রয়েছে একটি কাচের বোতল। সেই কাচের বোতলের মধ্যে রয়েছে একটি কাগজ। একটি বার্তা।
সেটি উদ্ধার করার পর পরীক্ষা করে জানা যায় সেটি ২০০ বছর পুরনো। যত্নের সঙ্গে কাচের বোতলের মধ্যে থেকে কাগজের টুকরোটি বার করা হয় পড়ার জন্য। পড়াও যায়।
সেই কাগজে যে বার্তা রয়েছে তা লিখেছিলেন অন্য এক প্রত্নতত্ত্ববিদ। তিনি মাটি খুঁড়তে শুরু করেন এই জায়গায়। সেটা ১৮২৫ সালের ঘটনা। তিনি সিজার্স ক্যাম্প নামে এক বিস্তীর্ণ এলাকা জুড়ে খনন শুরু করেন সে সময়।
সেকথা তিনি লিখে রেখে ওই কাচের বোতলে ভরে মাটির পাত্রে পুরে রেখে দেন মাটির তলায়। সেটাই উদ্ধার হল এই ২০০ বছর পর।
অবশ্যই এই বার্তা ওই জায়গায় কত আগে থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন খোঁজার কাজ চলছে তা প্রমাণ করে। কার্যত ওই প্রত্নতত্ত্ববিদও সেটাই হয়তো বোঝাতে চেয়েছিলেন।
তিনি যে ১৮২৫ সালে ওখানে খননকার্য চালিয়েছিলেন তা স্থানীয় পুরসভার রেকর্ড বইতেও রয়েছে। ফলে তিনি যে বার্তা দিয়েছিলেন তার সত্যতা নিয়ে কোনও প্রশ্ন রইল না।
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…