World

ভ্যানিস হয়ে গেল পাথরের গায়ে ১৩০০ বছর ধরে আটকে থাকা তরোয়াল

এ তরোয়াল সাধারণ তরোয়াল নয়। এ এক ম্যাজিক তরোয়াল। যা ১ হাজার ৩০০ বছর ধরে পাহাড়ের খাড়াই পাথরে গাঁথা ছিল। সেটাই এবার রাতারাতি ভ্যানিস।

Published by
News Desk

লোকশ্রুতি যে এ তরোয়াল কোনও সাধারণ তরোয়াল নয়। এ এক ম্যাজিক তরোয়াল। যা দিয়ে গিয়েছিল এক পরী। সেই তরোয়াল ১ হাজার ৩০০ বছর ধরে একটি খাড়াই পাহাড়ের পাথরের গায়ে গেঁথে ছিল।

দেখে মনে হয় পাথরের গায়ের কিছুটা ওই তরোয়াল চিরে দিয়েছে। তারপর তার সামনের অংশ গেঁথে দেওয়া হয়েছে পাথরে। সেভাবেই রোদ, জল, বৃষ্টির মধ্যে ১ হাজার ৩০০ বছর ধরে সেটি আটকে ছিল পাথরের গায়ে।

এই তরোয়ালের টানেই এখানে সারাবছর পর্যটকরা হাজির হতেন। ফ্রান্সের ঐতিহাসিক শহর রোকামাডো-তে একটি পাহাড়ের গায়ে আটকে থাকা এই তরোয়ালকে সকলেই চেনেন ডিউআনডাল নামে।

ফ্রান্সের রাজা সাওলোম্যানিয়া-কে এক পরী এসে এই তরোয়ালটি দিয়ে যায় বলেই লোকশ্রুতি। এটাই মানুষের বিশ্বাস। এটাই এই তরোয়ালের জন্ম বৃত্তান্ত। সেদিক থেকে এই তরোয়াল কীভাবে তৈরি হয়েছিল বা তা কীভাবে রাজা সাওলোম্যানিয়ার হাতে এসেছিল তা আজও একটা রহস্যই রয়ে গেছে।

এই তরোয়াল দেখতে বহু মানুষ হাজির হতেন। তরোয়ালটি খাড়াই পাহাড়ের এমন এক অস্বাভাবিক উচ্চতায় গাঁথা ছিল যে তাতে হাত পৌঁছনো অসম্ভব। তারপরেও তার সুরক্ষার জন্য একটি লোহার শিকল দিয়ে সেটি পাহাড়ের গায়ে সুরক্ষিত করা হয়েছিল।

কিন্তু রাতারাতি সেই তরোয়াল ভ্যানিস হয়ে গেল। ১ হাজার ৩০০ বছর ধরে থাকা এই তরোয়াল এভাবে হারিয়ে যাওয়া এখনও মেনে নিতে পারছেন না কেউই।

ফরাসি সংবাদমাধ্যম তো বটেই, বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে এই খবরটি প্রকাশিত হওয়ার পর হইচই পড়ে গেছে। যদি ওটা চুরিই হয়ে থাকে তবে কে বা কারা ওই তরোয়াল চুরি করেছে তার খোঁজ শুরু হয়েছে।

Share
Published by
News Desk
Tags: France