World

রান্নাঘরে পড়েছিল অবহেলায়, চেনা যেতেই বিক্রি হল ২২৩ কোটি টাকায়

রান্নাঘরে বছরের পর বছর ধরে অবহেলায় ঝুলত সেটি। কেউ তার মূল্য জানতে পারেননি। চিনতে পারতেই সেটির জায়গা হল বিশ্বের সেরা মিউজিয়ামে।

Published by
News Desk

রান্নাঘরে কোনও কিছু দীর্ঘদিন থাকলে তার ওপর একটি তেলচিটে প্রলেপ পড়ে যায়। কিন্তু এ বস্তুটি রান্নাঘরেই দীর্ঘদিন কাটিয়ে দিয়েছে। অতি অবহেলায়। দেওয়ালে ঝুলে থাকা বস্তুটি নিয়ে কারও কোনও তাপ উত্তাপ ছিলনা। ভাবটা ছিল এমন যে আছে ভাল, নষ্ট হয়ে গেলে ফেলে দিলেও কিছু যায় আসেনা।

অবশেষে ২০১৯ সালে সেটির মূল্য জানতে পারা যায়। আর তা জানতে পারার পর তাকে আর রান্নাঘরে নষ্ট হতে দেওয়া হয়নি। সেটি যাবতীয় পদ্ধতি মেনে নিলাম ঘরে পৌঁছয় ৪ বছর পর। বস্তুটি আর কিছুই নয়, একটি পেন্টিং। যার মূল্য অমূল্য বলে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, চিত্রটি এঁকেছিলেন বিখ্যাত চিত্রকর সেনি দি পেপো। ১২৮০ সালে আঁকা ‘ক্রাইস্ট মকড’ নামে এই ছবিটি যে কতটা মূল্যবান তা তার রান্নাঘর থেকে বাইরে আসার পর স্পষ্ট হয়।

ফ্রান্সের কমপিঁয়েন শহরের এক বৃদ্ধার রান্নাঘরের দেওয়ালে বছরের পর বছর কাটানোর পর সেটি যখন নিলাম কক্ষে বিক্রি হয় তখন তার দাম ওঠে ২৬.৮ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ২২৩ কোটি টাকার কিছু বেশি।

১০ বাই ৮ ইঞ্চির এই পেন্টিংটি এই বিপুল অঙ্ক খরচ করে যিনি কেনেন তাঁরও কপালে জোটেনি এই চিত্র। ছবিটিকে ফ্রান্স সরকার জাতীয় সম্পদ বলে ঘোষণা করে। তারপর যিনি কিনেছিলেন তাঁর কাছ থেকে ছবিটি সরকার কিনে নেয়।

মহামূল্যবান চিত্রকলা, ইউটিউব স্ক্রিনগ্র্যাব – @euronews

এরপর সেই ছবি চলে যায় বিশ্বখ্যাত মিউজিয়াম প্যারিসের ল্যুভর-এ। আপাতত সেখানেই সেটি সংরক্ষিত থাকবে। ২০২৫ সাল থেকে ছবিটি সকলে দেখার সুযোগ পাবেন।

Share
Published by
News Desk
Tags: France